জামায়াত ক্ষমতায় গেলে কোনো এমপি-মন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে যাবে না: হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে যাবে না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ঢাকা-৮ আসনে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

তিনি বলেন, আমরা ক্ষমতায় যেতে পারলে জনগণের করের টাকায় গড়ে ওঠা দেশীয় স্বাস্থ্য ব্যবস্থাকেই সর্বস্তরের জন্য উন্নত করে তুলবো। আমাদের কোনো এমপি বা মন্ত্রীও তখন বিদেশে চিকিৎসা নিতে যাবে না।

শুক্রবার (২৪ অক্টোবর) মতিঝিল উত্তর থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াত কেবল রাজনীতির জন্য রাজনীতি করে না। মানবিক বাংলাদেশ গঠনের জন্য মানবিক সংগঠন দরকার, আর জামায়াত সে ভূমিকা রাখছে দীর্ঘদিন ধরে। অতীতে যারা ক্ষমতায় এসেছে, তারা সবাই ক্ষমতার রাজনীতি করেছে, কিন্তু জামায়াত মানবতার রাজনীতি করে দুর্যোগ-দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই যার পরিচয়, মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর ৪ দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালিত হয়— তার একটি হলো সমাজ সংস্কার ও সমাজসেবা। এই ভিত্তিতেই দলটি দীর্ঘদিন ধরে বন্যা-দুর্যোগ, নদীভাঙন, দারিদ্র্য ও বেকারত্ব মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, এই কার্যক্রম দল, মত, ধর্ম, বর্ণ বা জাতি নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। এটাই জামায়াতকে আলাদা করে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিদেশে চিকিৎসা না নিয়ে দেশের মানুষকে যে বার্তা দিয়েছেন, তা জামায়াতের নীতি নির্দেশনা হিসেবেই বিবেচিত। আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রের প্রতিটি নাগরিক উন্নত স্বাস্থ্যসেবা দেশেই পাবে।

তিনি আরও যোগ করেন, স্বাধীনতার পর ৫৪ বছরে যেসব দল ক্ষমতায় এসেছে, তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে সাধারণ মানুষ আজও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অথচ জামায়াত ক্ষমতায় না থেকেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

হেলাল উদ্দিন বলেন, শোষিত-বঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করা, যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া, উদ্যোক্তা তৈরিতে সুদবিহীন কর্জে হাসানা চালু করা, শিক্ষা সহায়তা দেওয়া, নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন—এসবই জামায়াতের সামাজিক সেবা কার্যক্রমের অংশ।

তিনি জোর দিয়ে বলেন, জামায়াত কখনো ক্ষমতার সিঁড়ি হিসেবে রাজনীতি ব্যবহার করেনি, করবেও না। আমরা দলমত, ধর্ম-বর্ণ, জাতি নির্বিশেষে সমাজসেবা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব।

বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ড. হেলাল স্থানীয় জনগণকে আহ্বান জানান ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের নেতৃত্বে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।’

মতিঝিল উত্তর থানা আমীর এসএম শামছুল বারীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সাবু চত্বরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা নেন। বিশেষজ্ঞ চিকিৎসক দল সারাদিন রোগীদের সেবা দেন এবং প্রত্যেক রোগীকে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পোষা দল হবে না এনসিপি: সারজিস Oct 24, 2025
img
টেস্টেও অধিনায়ক হতে আগ্রহী মিরাজ Oct 24, 2025
img
‘আমার অর্ধেক জীবন সুন্দর করেছো পরী, আই লাভ ইউ’ Oct 24, 2025
img
লিবিয়া থেকে ফিরল ৩০৯ বাংলাদেশি Oct 24, 2025
img
দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে : জাহিদ হোসেন Oct 24, 2025
img
শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ Oct 24, 2025
img
বতসোয়ানায় ৩৭.৪ ক্যারেট ওজনের বিরল অর্ধ-গোলাপী হীরা আবিষ্কৃত Oct 24, 2025
img
একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে : এ্যানি Oct 24, 2025
img
অভ্যুত্থানের আগে আ. লীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে আসতে পারবে না : সারজিস Oct 24, 2025
img
টি-টোয়েন্টি সিরিজের আগে ক্যারিবীয়দের মূল স্কোয়াডে পরিবর্তন Oct 24, 2025
img
সাবেক রাষ্ট্রপতি হামিদ, হাসিনা, কাদেরসহ ১৭২ জনের নামে মামলা Oct 24, 2025
img
রশিদ-জাম্পাকে পেছনে ফেলে রিশাদের বিশ্বরেকর্ড Oct 24, 2025
img
এনসিপিতে আছি, সরকার গঠন পর্যন্ত দলের সাথেই থাকবো : পাটওয়ারী Oct 24, 2025
img
হোটেলে ইঁদুর দেখে অজি নারী ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক Oct 24, 2025
img
২৯ বছরের নারীর অভিযোগে সংগীত পরিচালক গ্রেপ্তার Oct 24, 2025
img
ঋতুপর্ণাদের ৩-০ গোলে উড়িয়ে দিল থাইল্যান্ড Oct 24, 2025
img
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার ক্রিস্টেনসেনের Oct 24, 2025
বাংলাদেশ দলে সিদ্ধান্ত নেয় কে? স্পষ্ট করলেন মিরাজ Oct 24, 2025
শাহরুখ-পুত্র আরিয়ানের নতুন সিরিজ, বিতর্ক ও গোপন সত্যের ছায়া! Oct 24, 2025
রাকসুতে নির্বাচিতদের উদ্দেশ্যে যা বলেন তাহসিন খান Oct 24, 2025