ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার ক্রিস্টেনসেনের

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ করতে তিনি কাজ করবেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদার করাই হবে তার প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে মনোনয়ন শুনানিতে অংশ নিয়ে ক্রিস্টেনসেন বলেন, “যদি অনুমোদন পাই, তাহলে ঢাকায় মার্কিন দূতাবাসের দলকে নেতৃত্ব দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী গণতান্ত্রিক সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে কাজ করব, যাতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব আরও মজবুত হয়।”

তিনি বলেন, উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে বাংলাদেশের যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে।

ক্রিস্টেনসেন বলেন, ‘২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা একটি সরকারের পতন হয়। আগামী বছরের শুরুতে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে নতুন সরকার ও নতুন পথ বেছে নেবে। যা হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।’

ভার্জিনিয়ার বাসিন্দা ক্রিস্টেনসেন সিনিয়র ফরেন সার্ভিসের একজন ক্যারিয়ার সদস্য। অনুমোদন পেলে তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি হিসেবে দায়িত্ব নেবেন।

তিনি বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থানের কারণে এটি একটি উন্মুক্ত, সুরক্ষিত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি আরও বলেন, ‘আমার ফরেন সার্ভিস জীবনে বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি নিয়ে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যার মধ্যে ঢাকায় আমার পূর্ববর্তী দায়িত্ব পালনও অন্তর্ভুক্ত। তাই আমি এর গুরুত্ব এবং এখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ সম্পর্কে ভালোভাবে অবগত।’

ক্রিস্টেনসেন বলেন, নতুন এশীয় টাইগার হিসেবে পরিচিত বাংলাদেশ অর্থনৈতিক সম্ভাবনায় এগিয়ে যাচ্ছে। ‘অনুমোদন পেলে আমি যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সুযোগ বাড়াতে, বাণিজ্য বাধা ও ঘাটতি কমাতে এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে কাজ করব।’

তিনি বলেন, গত আট বছর ধরে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী জনগোষ্ঠী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে।

তিনি আরও বলেন, ‘অনুমোদন পেলে আমি বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে মিলে রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধানে কাজ করব।’

তিনি বলেন, ‘যদি অনুমোদন পাই, তাহলে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের দক্ষ নারী-পুরুষদের নেতৃত্ব দেওয়া এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব এগিয়ে নেওয়া আমার জন্য সম্মানের বিষয় হবে। আজ আমাকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছি।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্রিস্টেনসেন।

উল্লেখ্য, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে রাষ্ট্রদূত পিটার হাসের মেয়াদ শেষ হওয়ার পর থেকে মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূতের পদটি শূন্য রয়েছে। বর্তমানে দূতাবাসে ট্রেসি অ্যান জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: বাসস

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img

রাশেদ খান

নির্বাচন করতে চাইলে পিঠে ছালা বেঁধে মাঠে নামুন Oct 24, 2025
img
আপনাদের জাতির পিতা মুজিব হতে পারে, আমাদের নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী Oct 24, 2025
img
নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনায় ইলিশ শিকার, আটক ৪১ ট্রলার Oct 24, 2025
img
ক্যারিবীয় সাগরে মার্কিন হামলা: নিহত ৬ Oct 24, 2025
img
এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন করণবীর সিং Oct 24, 2025
img
বাংলাদেশিদের জন্য মালদ্বীপে জরুরি নির্দেশনা Oct 24, 2025
img
বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র-যুবসমাজের জন্য কাজ করবে : শামা ওবায়েদ Oct 24, 2025
img
এনসিপির ভেতরে হতাশা আর বাইরে চাপ : মোস্তফা ফিরোজ Oct 24, 2025
img
নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়ে গেছেন জেডি ভান্স Oct 24, 2025
img
গাইবান্ধায় যুবলীগ নেতা গ্রেপ্তার Oct 24, 2025
img
কিশোরগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু Oct 24, 2025
img
সাইফের ছেলেকে এনেছেন বলিউডে, তার ওপরেই ক্ষুব্ধ করণ জোহর Oct 24, 2025
img
তুরস্ক উপকূলে নৌকাডুবিতে প্রাণ গেল অন্তত ১৪ অভিবাসীর Oct 24, 2025
img
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ম্যাক্সওয়েল Oct 24, 2025
img
ঢাকা-বরিশাল নৌরুটে চালু হচ্ছে প্যাডেল স্টিমার Oct 24, 2025
img
ওমরাহ যাত্রীদের জন্য রিটার্ন টিকিট বাধ্যতামূলক কর্তৃপক্ষ Oct 24, 2025
img
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা Oct 24, 2025
img

জোটের প্রার্থী নিজ দলের প্রতীকে ভোট করা প্রসঙ্গে

আরপিও অধ্যাদেশের খসড়া পরিবর্তনে চিঠি দেবে বিএনপি : সালাহউদ্দিন Oct 24, 2025
img
ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে : হুমায়ুন কবির Oct 24, 2025
img
ফটোগ্রাফারের আবদার শুনে চটে গেলেন অভিনেত্রী সোনম বাজওয়া Oct 24, 2025