ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে বেশ কিছু পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া। টেস্টের সম্ভাব্য খেলোয়াড়দের শেফিল্ড শিল্ডে খেলানোর সুবিধার জন্য গ্লেন ম্যাক্সওয়েল এবং বেন ডোয়ারশুইসকে পুনঃসংযোজন করা হয়েছে।
টেস্ট নিশ্চিত পেসার জশ হ্যাজেলউড সিরিজের শেষ তিনটি ম্যাচে খেলবেন না। একইভাবে, অ্যাশেজের জন্য প্যাট কামিন্সের অনুপস্থিতি পূরণে সম্ভাব্য প্রার্থী শন অ্যাবটও শেষ দুই ম্যাচে দলে থাকবেন না।
অলরাউন্ডার ম্যাক্সওয়েল শেষ তিনটি ম্যাচে দলে যোগ দেবেন, আর বামহাতি পেসার ডোয়ারশুইস শেষ দুই ম্যাচে খেলতে পারবেন। নতুন মুখ মাহলি বেয়ার্ডম্যানও শেষ তিনটি ম্যাচে দলে থাকবেন।
উইকেটকিপার ইংলিসের বিকল্প হিসেবে দলে যোগ দিয়েছেন জশ ফিলিপ। ইংলিস চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে বাইরে আছেন।
টি-টোয়েন্টি দল :
মিচেল মার্শ (ক্যাপ্টেন), শন অ্যাবট (ম্যাচ ১-৩), জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস (ম্যাচ ৪-৫), নাথান এলিস, জশ হ্যাজেলউড (ম্যাচ ১-২), মাহলি বেয়ার্ডম্যান (ম্যাচ ৩-৫), ট্রাভিস হেড, জশ ফিলিপ, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মিচেল ওয়েন, ম্যাট শর্ট, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পা।
সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী বুধবার ক্যানবেরায়, পরবর্তী ম্যাচগুলো হবে মেলবোর্ন, হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনে। অ্যাশেসের লড়াই শুরু হবে ২১ নভেম্বর পার্থ থেকে।
টিজে/টিকে