বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে ছাত্রসমাজ ও যুবসমাজের জন্য কাজ করবে। কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ধ্বংস হয়ে যাওয়া শিক্ষার উন্নতি করবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করা হবে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশ ও ঐতিহ্যবাহী লাঠিখেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খেলার আয়োজন করে মার্স গ্রুপ।
শামা ওবায়েদ ইসলাম বলেন, আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। সব ধরনের অপকর্ম থেকে দূরে থাকতে হবে।
সব ধরনের চাঁদাবাজি ও টেন্ডারবাজি থেকে দূরে থাকতে হবে। তাহলে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পারব।
শামা ওবায়েদ বলেন, নগরকান্দার প্রত্যেকটা ছেলে-মেয়ে খেলাধুলায় যাতে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। আমরা আগামী দিনে সরকার গঠন করতে পারলে নগরকান্দার মানুষের চাকরির জন্য ও ব্যবসার জন্য যাতে বাইরে থাকতে না হয়, সেজন্য আমরা আমাদের উপজেলাতেই কর্মসংস্থানের ব্যবস্থা করব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্স গ্রুপের পরিচালক মো. সাইফুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ প্রমুখ। এ ছাড়া বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টিজে/টিকে