মৌসুমের প্রথম ক্লাসিকোর দুই দিন আগে বার্সেলোনার জন্য আরেক দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের বিপক্ষেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে ‘পাবে না’ লা লিগা চ্যাম্পিয়নরা।
হ্যামস্ট্রিংয়ের চোটে বার্সেলোনার সবশেষ পাঁচ ম্যাচে খেলতে পারেননি রাফিনিয়া। গত বুধবার তিনি দলের সঙ্গে অনুশীলনে ফেরেন। ফলে ক্লাসিকোয় তার খেলার প্রবল সম্ভাবনাও জাগে। কিন্তু বৃহস্পতিবার অনুশীলনে অসুস্থ বোধ করেন ২৮ বছর বয়সী ফুটবলার।
শুক্রবার তিনি অনুশীলন করেননি।
স্পেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়ালের বিপক্ষে লিগ ম্যাচে রাফিনিয়ার খেলার সম্ভাবনা আর নেই।
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের কপালে চিন্তার ভাঁজ তাই আরও বাড়ল। চোটের কারণে ক্লাসিকো থেকে আগেই ছিটকে গেছেন হোয়ান গার্সিয়া, রবের্ত লেভানদোভস্কি, গাভি ও দানি ওলমোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। ডিফেন্ডার জুল কুন্দের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
সবশেষ চার ক্লাসিকোর সবকটিতে জয়ী বার্সেলোনা ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
এমআর/টিকে