অ্যাপ ডেভেলপারদের কাছ থেকে অন্যায্য কমিশন নেওয়ার মাধ্যমে নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে অ্যাপল লন্ডনের একটি ট্রাইব্যুনাল এই রায় দিয়েছেন। এই রায়ের ফলে মার্কিন প্রযুক্তি সংস্থাটিকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে হতে পারে।
যুক্তরাজ্যের কম্পিটিশন আপিল ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) এই মামলার বিচারে অ্যাপলের বিরুদ্ধে রায় দেয়। যুক্তরাজ্যের লক্ষ লক্ষ আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীর পক্ষে এই মামলাটি করা হয়েছিল।
CAT তার রায়ে বলেছে, অ্যাপল ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২০ সালের শেষ পর্যন্ত অ্যাপ বিতরণের বাজারে প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করে এবং ডেভেলপারদের ওপর "অতিরিক্ত ও অন্যায্য মূল্য চাপিয়ে দিয়ে তার প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে।
অ্যাপল জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। প্রতিষ্ঠানটির মতে, এই রায় "অ্যাপ অর্থনীতির বিকাশমান ও প্রতিযোগিতামূলক পরিবেশ সম্পর্কে একটি ত্রুটিপূর্ণ দৃষ্টিভঙ্গি' তুলে ধরে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছ থেকে ডেভেলপারদের ওপর ধার্য করা ফি নিয়ে অ্যাপল ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে।
বাদীদের পক্ষ থেকে এই মামলার মূল্য প্রায় ১.৫ বিলিয়ন পাউন্ড (২ বিলিয়ন ডলার) বলে দাবি করা হয়েছিল। আগামী মাসে একটি শুনানিতে ক্ষতির পরিমাণ কীভাবে গণনা করা হবে এবং আপিলের জন্য অ্যাপলের আবেদন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই রায় এমন এক সময়ে আসলো যখন বিগ টেককে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে প্রণীত নিয়মের অধীনে অ্যাপ স্টোরের শর্তাবলী নিয়ে ইউরোপীয় অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকদের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে।
ব্রিটিশ শিক্ষাবিদ রেইচেল কেন্ট, যিনি এই মামলাটি এনেছিলেন, যুক্তি দেন যে অ্যাপল অ্যাপ বিতরণ এবং ইন-অ্যাপ কেনাকাটার ক্ষেত্রে সমস্ত প্রতিযোগিতা বাদ দিয়ে "অতিরিক্ত মুনাফা" করেছে।
জানুয়ারিতে বিচার শুরু হলে তার আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে, অ্যাপলের "১০০% একচেটিয়া অবস্থান" তাদের অ্যাপ ডেভেলপারদের ওপর সীমাবদ্ধ শর্তাবলী এবং অতিরিক্ত কমিশন চাপিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে, যা অ্যাপল অস্বীকার করেছিল।
CAT তার রায়ে বলেছে, অ্যাপ কেনার ক্ষেত্রে ১৭.৫ শতাংশ কমিশন এবং অ্যাপলের ধার্য করা কমিশনের (যা কেন্টের আইনজীবীদের মতে সাধারণত ৩০ শতাংশ) মধ্যে যে পার্থক্য, সেটাই ডেভেলপারদের ওপর অতিরিক্ত চার্জ করা হয়েছে। ট্রাইব্যুনাল আরও রায় দিয়েছে যে, অ্যাপ ডেভেলপাররা এই অতিরিক্ত চার্জের ৫০ শতাংশ গ্রাহকদের ওপর চাপিয়ে দিয়েছে।
একজন অ্যাপল মুখপাত্র বলেছেন, "এই রায় অ্যাপ স্টোর কীভাবে ডেভেলপারদের সফল হতে সাহায্য করে এবং গ্রাহকদের অ্যাপ আবিষ্কার ও নিরাপদে অর্থ প্রদানের জন্য একটি নিরাপদ, বিশ্বস্ত জায়গা দেয়, তা উপেক্ষা করে।
এই মামলাটি ব্রিটেনের নবগঠিত সমষ্টিগত মামলা ব্যবস্থার অধীনে কোনো প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে প্রথম গণ-মামলা যা বিচারে গড়িয়েছে। এই ব্যবস্থাটি চলতি বছর তার ১০ম বার্ষিকী উদযাপন করছে।
তবে গুগল, অ্যামাজন এবং মাইক্রোসফটের মতো অন্যান্য প্রযুক্তি জায়ান্টরাও CAT-এ অনুরূপ মামলার মুখোমুখি হচ্ছে। গুগল প্লে স্টোরে অ্যাপ ডেভেলপারদের ওপর ধার্য করা কমিশন নিয়ে একটি মামলা ২০২৬ সালের অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র অল আলিয়া
এমকে/এসএন