বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এজন্য ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নেই।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এ কথা বলেন।
দুলু বলেন, তারেক রহমান এবার এমন এক ভিশন ও কর্মসূচি ঘোষণা করবেন, যার মাধ্যমে ঘরে বসেই মানুষ ডলার ও পাউন্ড আয় করতে পারবে। তাঁর নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে গঠিত নতুন রাষ্ট্র কাঠামো হবে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ।
তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে গঠিত রাষ্ট্রব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে আমূল পরিবর্তন আনবে। জনগণই হবে ক্ষমতার উৎস–এমন বাংলাদেশই আমরা গড়তে চাই।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, শহিদুল্লাহ সোহেল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ ইউনিয়ন বিএনপির নেতারা।
ইউটি/টিএ