আইপিএলের দল পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন সৈরাজ বাহুতুলে। আইপিএলের নতুন মৌসুমে পাঞ্জাবের স্পিনারদের তালিম দেবেন বাহুতুলে। সুনীল জোশির স্থলাভিষিক্ত হয়ে পাঞ্জাবের স্পিন কোচ হলেন বাহুতুলে।
২০২৩ সাল থেকে ২০২৫ সালের আসর পর্যন্ত পাঞ্জাবের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন সুনীল জোশি। যিনি আগে বাংলাদেশের স্পিন কোচের দায়িত্বেও ছিলেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে স্পিন বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন সুনীল। যে কারণে পাঞ্জাবের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। সুনীলের জায়গায় এবার আনা হলো বাহুতুলেকে।
আইপিএলের সর্বশেষ মৌসুমে রাজস্থান রয়্যালসের স্পিন কোচের দায়িত্বে ছিলেন সৈরাজ বাহুতুলে। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্তও একই দায়িত্বে রাজস্থানে ছিলেন তিনি। পরে সেই কাজ ছেড়ে যোগ দেন ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ)। গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ হওয়ার পর এক সিরিজ ভারত জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বেও ছিলেন বাহুতুলে। পরে মরনে মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় ভারত। আইপিএলে ফিরে যান বাহুতুলে।
রাজস্থান রয়্যালসের প্রধান কোচের পদ থেকে কিছুদিন আগে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। তার জায়গায় নতুন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কুমার সাঙ্গাকারাকে। পাঞ্জাব কিংসে প্রধান কোচ হিসেবে থাকছেন রিকি পন্টিং, সহকারী কোচের দায়িত্বে ব্র্যাড হাডিন, জেমস হোপ ফাস্ট বোলিং কোচ এবং ট্রেভর গন্সালভেস রয়েছেন সহকারী বোলিং কোচের দায়িত্বে। স্পিন বোলিং কোচ হিসেবে এবার পাঞ্জাবের শিবিরে যোগ দিলেন সৈরাজ বাহুতুলে।
সর্বশেষ আসরে রানার্সআপ হয়েছিল পাঞ্জাব কিংস। ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৬ রানে হেরেছিল পাঞ্জাব।
টিজে/টিকে