রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কথিত এক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছেন। মিলন (২৮) নামের ওই যুবক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র থাকার দাবি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে আলোচনায় এসেছিলেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরেবাংলা নগরের সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তিনি এক ব্যক্তিকে হুমকি দিয়ে বলেন, তার কাছে পিস্তল রয়েছে এবং তিনি সেনাবাহিনী, র্যাব বা পুলিশের কোনো ভয় পান না। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিরাপত্তা সংস্থার নজরে আসে এবং গোয়েন্দা নজরদারি শুরু হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর এলাকার বসিলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা ইউনিটের তত্ত্বাবধানে সেনাবাহিনীর দুটি দল যৌথ অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, মিলনের কাছে সত্যিই অস্ত্র ছিল কি না কিংবা তার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত রয়েছে কি না তা যাচাই করতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়ার উদ্দেশ্যেই মিলন এমন উসকানিমূলক ভিডিও প্রকাশ করেছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
টিজে/টিকে