টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক নিজের দাম্পত্য জীবনের কথা জানাতে গিয়ে প্রকাশ করলেন মনের কিছু কথা। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ভালোবাসা এবং পরে বিয়েতে গড়িয়েছে তাঁদের সম্পর্ক।
কোয়েল বলেন, “আমি এমন একজনকে বিয়ে করেছি, যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমাদের জীবনের দর্শনগুলো একই। তাই হয়তো আমাদের সম্পর্ক এত ভালো।”
অভিনেত্রীর এই মন্তব্যে ভক্তরা নতুন করে মুগ্ধ হয়েছেন। অনেকেই মনে করছেন, কোয়েল ও নিসপাল সিং রানার সম্পর্কের মজবুত বন্ধনের রহস্য এখানেই—বন্ধুত্বের জায়গা থেকেই শুরু হয়েছিল তাঁদের ভালোবাসা।
দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গী হিসেবে সুখে-দুঃখে পথ চলছেন এই জনপ্রিয় তারকা দম্পতি। কাজের ব্যস্ততার মাঝেও কোয়েল পরিবারকে সময় দেন, আর জীবনের এই ভারসাম্যকেই তিনি মনে করেন নিজের সবচেয়ে বড় প্রাপ্তি।
ইউটি/টিএ