কুয়াকাটায় সব হোটেল-মোটেল বন্ধের ঘোষণা

দেশের অন্যতম পর্যটন নগরী পটুয়াখালীর কুয়াকাটায় ব্যবসায়ীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে পটুয়াখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার (ভ্যাট কর্মকর্তা) জামিউল আলমের অপসারণের দাবিতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কুয়াকাটার সব আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্ট বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এ ঘোষণা দেন পর্যটন সংশ্লিষ্ট ১৬টি পেশার ব্যবসায়িক নেতারা।

আগামী সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে এ ঘোষণার কার্যক্রম শুরু হবে বলে জানান কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মোতালেব শরীফ।

এ ছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং কুয়াকাটা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নানসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা।

বক্তারা অভিযোগ করে বলেন, ভ্যাট কর্মকর্তা জামিউল আলম গত ৮ অক্টোবর কুয়াকাটার এক হোটেলে গিয়ে ভ্যাটসংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ করেন। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি হয়।

৪ মিনিটের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভ্যাট কর্মকর্তা জামিউল আলম ও রাজস্ব কর্মকর্তাসহ কয়েকজন হোটেল সৈকতে উপস্থিত হয়ে হোটেলে কর্মরত ম্যানেজারকে গালাগাল ও হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকে নিয়ে অশালীন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায় ভ্যাট কর্মকর্তার উপস্থিতিতে রাজস্ব কর্মকর্তা হোটেল ম্যানেজার রাজিবের হাত থেকে তার মোবাইল ফোন কেড়ে নিতে চান। বিষয়টি নিয়ে কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করেন তিনি।

এ প্রসঙ্গে হোটেল ম্যানেজার রাজিব দেশের একটি গণমাধ্যমকে বলেন, গত ৮ অক্টোবর ভ্যাট কর্মকর্তা জামিউল আলম আমাদের হোটেলে আসেন এবং ভ্যাটসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। বিষয়টি সম্পর্কে আমি আমার মালিককে জানাতে গেলে আমার হাত থেকে ফোন কেড়ে নিতে চান তারা। এ সময় হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকে উদ্দেশ করে গালাগাল দেন তারা। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণে আমি হতবাক।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও পর্যটন শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। বক্তারা জামিউল আলমকে দ্রুত সময়ের মধ্যে কুয়াকাটা থেকে অপসারণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তারা আরও ঘোষণা দেন, যদি দাবিটি অগ্রাহ্য করা হয়, তবে আগামী সোমবার সকাল থেকে কুয়াকাটার সব ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলে সহকারী কমিশনার জামিউল আলম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ঘটনাটি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে রাজি নই।

এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী দেশের একটি গণমাধ্যমকে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন বিসিএস কর্মকর্তার আচরণ হবে অত্যন্ত নমনীয়। আমি পর্যটনের স্বার্থে বিষয়টি দ্রুত সমাধান করার জন্য কলাপাড়া উপজেলা প্রশাসনকে দায়িত্ব দিয়েছি।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

"জালেম সরকারের যাবজ্জীবন কারাদণ্ড থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছেন" Oct 26, 2025
দীর্ঘদিন অন্ধকারাচ্ছন্ন কাটিয়ে এবার আইপিএস পেল চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স Oct 26, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 26, 2025
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নামের অস্তিত্ব থাকবে না: পাটোয়ারী Oct 26, 2025
টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে যাচ্ছেন উপকূলের জেলেরা Oct 26, 2025
img
কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের Oct 26, 2025
দুর্দান্ত ফিনিশিংয়ে নজর কেড়েছেন ট্রেভর ইসলাম Oct 26, 2025
শাবনূরের সঙ্গে জুটি বাঁধার পেছনের কারণ জানালেন ম্যানেজার Oct 26, 2025
img
যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ Oct 26, 2025
img
নর্থ ক্যারোলিনায় বন্দুক হামলায় প্রাণ গেল ২ জনের Oct 26, 2025
img
আ. লীগ বিভিন্ন ‘দরবারের’ সঙ্গে সংযোগের চেষ্টা করছে: উপদেষ্টা মাহফুজ Oct 26, 2025
img
তারেক রহমানের ফোনকলে নির্বাচনের ‘গ্রিন সিগন্যাল’ পেলেন যারা Oct 26, 2025
img
ফরিদপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে বিধবার বাড়িতে হামলা ও লুটপাট Oct 26, 2025
img
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে আহত ১ Oct 26, 2025
img
গীতিকার মোহাম্মদ হাশেমের গানে পুতুলের অ্যালবাম উদ্বোধন Oct 26, 2025
img
শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ Oct 26, 2025
img
যে যত বৈরাত যাবি যা, বিয়া কিন্তু আই গইজ্জম : শাহজাহান চৌধুরী Oct 26, 2025
img
মেয়ের অভিনয় নিয়ে নার্ভাস ছিলেন রঞ্জিত মল্লিক Oct 26, 2025
img
৩১ দফার ভিত্তিতে বাংলাদেশ গড়ার জন্য নারীরা প্রস্তুত : পুতুল Oct 26, 2025
img

প্রশ্ন মাসুদ কামালের

তবে কি আওয়ামী লীগের ভয়েই এবার বিকলাঙ্গ ‘না ভোট’ Oct 26, 2025