প্রশ্ন মাসুদ কামালের

তবে কি আওয়ামী লীগের ভয়েই এবার বিকলাঙ্গ ‘না ভোট’

নির্বাচনে ‘না ভোট’ ফের চালু হলেও সেটিকে বিকলাঙ্গ আকারে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তার মতে, আওয়ামী লীগের ভয়েই এবার ‘না ভোট’ সারা দেশে প্রযোজ্য করা হয়নি।

তিনি বলেন, ‘যদি সব আসনে ‘না ভোট’-এর সুযোগ থাকত, তাহলে অনেক জায়গায় দেখা যেত ‘না ভোট’ দ্বিতীয় স্থানে রয়েছে। এমন বিব্রতকর পরিস্থিতি এড়াতেই ‘না ভোট’ সীমিত রাখা হয়েছে। 

শনিবার (২৫ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে মাসুদ কামাল এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, বর্তমানে দেশে নতুন যেসব আইন হচ্ছে, সেগুলো সবই অধ্যাদেশ আকারে প্রণীত হচ্ছে, কারণ এখন কোনো সংসদ নেই। পরবর্তী সংসদ বসলে তার প্রধান কাজ হবে এসব অধ্যাদেশকে আইনে রূপান্তর করা অথবা প্রত্যাখ্যান করা।

তিনি বলেন, নতুন করে সংশোধিত হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)। যার মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে থাকে। উপদেষ্টা পরিষদের কমিটি বা ক্যাবিনেট এটি অনুমোদন দিয়েছে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই এটি অধ্যাদেশ হিসেবে কার্যকর হবে।

মাসুদ কামাল বলেন, নতুন আরপিওতে পুরনো বেশ কিছু ধারা রাখা হয়েছে, পাশাপাশি যুক্ত হয়েছে কিছু নতুন বিধানও। এর মধ্যে অন্যতম হলো পোস্টাল ভোটিং—যার মাধ্যমে বিদেশে অবস্থানরত নাগরিকরাও এবার ভোট দিতে পারবেন। এটা ইতিবাচক পরিবর্তন কারণ আগে প্রবাসীরা ভোট দিতে পারতেন না। তবে প্রার্থীদের জামানত ৫০ হাজার টাকা নির্ধারণ করা এটা আমার পছন্দ হয়নি।

আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তনের কথা তুলে ধরে মাসুদ কামাল বলেন, আগে কোনো কেন্দ্রে অনিয়ম হলে শুধু সেই কেন্দ্রের ভোট বাতিল করা যেত কিন্তু এখন নির্বাচন কমিশন চাইলে পুরো আসনের নির্বাচনই বাতিল করতে পারবে। এটা ইতিবাচক পরিবর্তন। ফেরারি আসামিদের নির্বাচন থেকে বিরত রাখার বিধানকেও স্বাগত জানিয়েছেন মাসুদ কামাল। তিনি বলেন, যদি কেউ পালিয়ে থাকে, সে নির্বাচন করতে পারবে না—এটা ভালো সিদ্ধান্ত। আপনি যদি জেলে থাকেন, জেল থেকেই নির্বাচন করতে পারবেন, কিন্তু পালিয়ে থেকে নির্বাচনে অংশগ্রহণের অধিকার থাকা উচিত নয়।

মাসুদ কামাল বলেন, ‘সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে জোটভিত্তিক নির্বাচনে প্রতীক ব্যবহারের নিয়ম নিয়ে। আগে যেমন কেউ জোটের প্রার্থীর প্রতীক ব্যবহার করতে পারতেন, এবার তা আর পারবেন না। এখন প্রতিটি দলকে নিজের প্রতীকেই নির্বাচন করতে হবে। এবার কেউ বিএনপির সঙ্গে জোট করলেও ধানের শীষ প্রতীক ব্যবহার করতে পারবে না। নিজ দলের প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এটা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কারণ এতে জোট রাজনীতির সুবিধা কমে যাবে এবং জোটের ঐক্যও দুর্বল হতে পারে।’

না ভোট প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, ‘না ভোট’ পুনরায় চালু করা হলেও তা বিকৃতভাবে আনা হয়েছে। আগে ২০০৮ সালের নির্বাচনে ব্যালট পেপারের নিচে ‘উপরের কাউকেই না’—এই ঘরটি ছিল। ভোটাররা যদি কাউকে পছন্দ না করতেন, সেখানে ভোট দিতেন। সেটাই আসল ‘না ভোট’। এখন সেটি বিকলাঙ্গ রূপে আনা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সারা দুনিয়াতে যেখানে ‘না ভোট’ আছে, সেখানেও এভাবে থাকে—যেন ভোটাররা প্রার্থীদের কাউকেই না চাওয়ার অধিকারটি ব্যবহার করতে পারেন। ভোটারের সেই অধিকারটাকেই এবার খর্ব করা হয়েছে।’


ইউটি/টিএ 


Share this news on:

সর্বশেষ

img
শিল্পা শেঠির রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ম্যানেজার Dec 17, 2025
img
চব্বিশের ডামি প্রার্থীরা যেন ভোটে অংশ নিতে না পারেন: ইসিকে লিগ্যাল নোটিশ Dec 17, 2025
img
ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব Dec 17, 2025
img
কৃষকের ১১৭টি আমগাছ কেটে নিল দুর্বৃত্তরা Dec 17, 2025
img
বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা! Dec 17, 2025
img

আইপিএল নিলাম

দল পাওয়া নিয়ে নাটকীয়তা, সুযোগ পেয়ে বললেন ‘নতুন জীবন পেলাম’ Dec 17, 2025
img
প্রাক্তন স্ত্রীর কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন কুমার শানু Dec 17, 2025
img
‘রাজাকার’ বয়ানে হাসিনার পতন, আবারও এই ঘৃণা ছড়ানো হচ্ছে: হেফাজত Dec 17, 2025
img
নিজের বিচার সরাসরি সম্প্রচারের দাবি ইনুর Dec 17, 2025
img
আমার গানের গলার ক্রেডিট শাবনূরকেই দিতে চাই : কনকচাঁপা Dec 17, 2025
img
মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান Dec 17, 2025
img
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ালেন পাকিস্তানের প্রধান কোচ Dec 17, 2025
img
দেশ-বিদেশ ঘুরতে প্রস্তুত বাঁধনের থ্রিলার ঘরানার সিনেমা ‘মাস্টার’ Dec 17, 2025
দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর উদ্বোধন Dec 17, 2025
জোট নয়, আসন সমঝোতা: বদলাচ্ছে বিএনপির কৌশল Dec 17, 2025
মুক্তিযুদ্ধের পটভূমিতে বলিউড সিরিজ, নেতৃত্বে আরিফিন শুভ Dec 17, 2025
img
শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে বাংলাদেশ Dec 17, 2025
img
শোকস্তব্ধ ডিনো মোরিয়া, প্রাক্তনের দুঃসময়ে এগিয়ে এলেন বান্ধবী বিপাশা! Dec 17, 2025
img
ইউরোপকে পুতিনের কড়া হুঁশিয়ারি Dec 17, 2025
img
ভারতের হাইকমিশনের ইট খুলে নেওয়ার বার্তা দিলেন ডাকসু নেতা Dec 17, 2025