টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের প্রথম ছবি ছিল নাটের গুরু। তবে শুটিং শুরুর আগেই বেশ চিন্তিত ছিলেন তাঁর বাবা, প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। মেয়ের অভিনয় নিয়ে তখনও তাঁর মনে ছিল সংশয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রঞ্জিত মল্লিক বলেন, “কোয়েলের প্রথম ছবি ছিল নাটের গুরু। যদি দর্শক ওর অভিনয় গ্রহণ না করে, এই ভেবে খুব নার্ভাস ছিলাম। তাই পরিচালককে বলেছিলাম, আপনি মেয়েকে দুদিন দেখবেন। যদি মনে হয় অভিনয় ঠিকঠাক হচ্ছে না, তাহলে বাদ দিয়ে দেবেন।”
তিনি আরও জানান, শুটিংয়ের শুরুতেই কোয়েল অভিনয়ে এমন দক্ষতা দেখিয়েছিলেন যে, পরবর্তী সময়ে সে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়। রঞ্জিত মল্লিক বলেন, “ওর মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। তবে আমি চাইনি কোয়েল শুধু আমার নামের জন্য সুযোগ পাক, নিজেকে প্রমাণ করুক।”
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত নাটের গুরু ছবিতেই কোয়েলের বিপরীতে অভিনয় করেন জিৎ। ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পায়, এবং সেই সাফল্যের মাধ্যমেই শুরু হয় কোয়েলের দীর্ঘ চলচ্চিত্রযাত্রা।
ইউটি/টিএ