৩১ দফার ভিত্তিতে বাংলাদেশ গড়ার জন্য নারীরা প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নাটোরের লালপুরের শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘নারী জাগরণ’ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, ‘নারীরা যেমন সন্তানের ভবিষ্যৎ গড়তে পারেন, তেমন দেশ গড়তেও ভূমিকা রাখেন। বাংলাদেশের নারীরা কোনো অংশে কম নন। নারীরা পুরুষের হাতে হাত রেখে নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন।’
তিনি বলেন, ‘পৃথিবীতে বহু মানুষ সফল হয়েছে। তবে সবাই সার্থক নয়। শেখ হাসিনাও সফল ছিল তবে হত্যা, গুম, খুন ও দুর্নীতিতে। অন্যদিকে সার্থক ছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। যার নাম দেশের মানুষ দিয়েছেন আপসহীন। খালেদা জিয়া সার্থক মা, সার্থক বোন, সার্থক স্ত্রী এবং সার্থক দেশ নেতা। সর্বোপরি তিনি বাংলাদেশের সার্থক নারী, আপসহীন নেত্রী।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপি সাবেক সদস্যসচিব হারুনুর রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ উপজেলা বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইউটি/টিএ