টেস্ট অধিনায়কত্বের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন শান মাসুদ। দেশটির আন্তর্জাতিক ক্রিকেট পরামর্শকের দায়িত্ব পেয়েছেন তিনি। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পিসিবি।
শান মাসুদের নেতৃত্বে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেছে পাকিস্তান। সিরিজ শেষে প্রোটিয়াদের নিয়ে ডিনার পার্টির আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মহসিন নকভির সভাপতিত্বে পার্টিতে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই শান মাসুদকে দেশটির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সম্প্রতি ডিরেক্টর অফ ক্রিকেট পদের জন্য বিজ্ঞাপন দেয় পিসিবি। এশিয়া কাপে করমর্দনকাণ্ডে উসমান ওহালাকে সাময়িকভাবে বরখাস্ত করে বোর্ড। তাকে পুনর্বহাল করা হয়েছে এদিন। শান মাসুদকে নতুন পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করার পর ওহালাকে পিএসএল সংক্রান্ত দায়িত্বে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।
পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এই পদটি একটি নেতৃত্বমূলক দায়িত্ব, যেখানে পাকিস্তান দলের ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা করা হবে। প্রধান কাজ হলো আন্তর্জাতিক টুরগুলো পরিকল্পনা, আয়োজন, সম্পাদনা এবং তদারকি করা।
ইউটি/টিএ