অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে এশিয়া কাপের ট্রফি দাবি ভারতীয় মিডিয়ার

এশিয়া কাপ শেষ হয়েছে প্রায় এক মাস আগে। কিন্তু ট্রফিকে ঘিরে শুরু হওয়া নাটক যেন থামছেই না। ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী সর্বশেষ তথ্য, দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদর দপ্তর থেকে এশিয়া কাপের ট্রফি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আবুধাবির একটি অজ্ঞাত স্থানে। তারা বলছে, ট্রফিটি বর্তমানে এসিসি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির হেফাজতে রয়েছে।

মূলত, সবকিছুর সূচনা হয় গত মাসের ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ফাইনাল থেকে। ৫ উইকেটে শিরোপা জয়ের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের দল নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। কারণ, নাকভি শুধু এসিসির সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানই নন, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।

ভারতের অভিযোগ, এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পেছনে নাকভির প্রত্যক্ষ ভূমিকা ছিল, যা দু’দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়িয়ে তোলে। সেই কারণেই ভারতের খেলোয়াড়রা তার কাছ থেকে ট্রফি নিতে চাননি। ফলে ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিলম্বিত হয় প্রায় দেড় ঘণ্টা।

পরিস্থিতি জটিল হয়ে পড়লে নাকভির নির্দেশে ট্রফিটি অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেয়া হয় এবং দুবাইয়ে এসিসির সদর দপ্তরে রাখা হয়। কিন্তু এর পরেও ঝামেলার শেষ হয়নি। নাকভি পরে শর্ত দেন, ট্রফি নিতে হলে ভারতীয় দলের কোনো সদস্যকে এসিসির অফিসে এসে সেটি নিতে হবে।



ফাইনালের দু’দিন পর এসিসির এক মুলতবি বৈঠকে ট্রফি ইস্যু নিয়ে আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নাকভি ব্যক্তিগতভাবে বিসিসিআই কর্মকর্তাদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন, তবে তিনি এক্স (টুইটার)-এ পোস্ট দিয়ে সেটি অস্বীকার করেন।

এ মাসের শুরুতে নাকভি আবারও প্রস্তাব দেন, ২০২৫ সালের এশিয়া কাপের ট্রফি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের। যেখানে ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

তবে বিসিসিআই জানায়, তারা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই ট্রফি গ্রহণ করতে চায়। কিন্তু নাকভি তাতে রাজি নন। তার অবস্থান, ভারতীয় দলের কোনো খেলোয়াড়কেই সরাসরি এসে ট্রফিটি নিতে হবে।

সর্বশেষ ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সম্প্রতি এক বিসিসিআই কর্মকর্তা দুবাইয়ে এসিসি দপ্তরে গিয়ে দেখেন, ট্রফিটি আর সেখানে নেই। এসিসির কর্মীরা জানান, ট্রফিটি সরিয়ে নেয়া হয়েছে আবুধাবিতে এবং এর সঠিক অবস্থান শুধুমাত্র নাকভি জানেন। এই ঘটনার পর বিসিসিআই বিষয়টি আগামী আইসিসি বৈঠকে (৪-৭ নভেম্বর, দুবাই) তোলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আমার স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই : পূর্ণিমা Oct 25, 2025
নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষ জেলে Oct 25, 2025
img
না ফেরার দেশে অভিনেতা সতীশ শাহ Oct 25, 2025
img
বেনাপোলে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা Oct 25, 2025
img
মুসলিমদের নিরাপত্তায় ১ কোটি পাউন্ড বরাদ্দ যুক্তরাজ্যের Oct 25, 2025
img
‘প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বিচার বিভাগের আলাদা সচিবালয়’ Oct 25, 2025
img
‘আমার প্রিয় নায়ক সালমানের বুকে আমি নিজেই ছুরি চালাই’ Oct 25, 2025
img
ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দেবো: সালাহউদ্দিন Oct 25, 2025
img
চিড়িয়াখানায় থাকা প্রাণীগুলোর যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব : উপদেষ্টা ফরিদা Oct 25, 2025
img
ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে : প্রধান বিচারপতি Oct 25, 2025
img
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭ জন Oct 25, 2025
img
গাজা যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের বেসামরিক প্রধান নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র Oct 25, 2025
নির্বাচনে জোটে যাবে কি এনসিপি? Oct 25, 2025
জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ রূপ নেবে নতুন বাংলাদেশে - উপদেষ্টা Oct 25, 2025
img
ভারতের ওপর ভর করে একটি দল ক্ষমতায় আসতে চাইছে : এম এ মালেক Oct 25, 2025
img
ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই সম্প্রীতি গড়ে তুলবো: হাসনাত Oct 25, 2025
img
ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করতে হবে: ডা. জাহিদ Oct 25, 2025
img
সালমান-শাকিবকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে সোহেল রানা Oct 25, 2025
img
৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত Oct 25, 2025
img
উপখাদ্য পরিদর্শক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ জনের কারাদণ্ড Oct 25, 2025