চাঁদাবাজি মামলায় অব্যাহতি পাওয়ার পর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদ ফিরে পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এ খবরে ময়মনসিংহের শিল্পাঞ্চল হিসেবে খ্যাত ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। দলীয় সূত্র জানায়, গত বছরের ১ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু দল থেকে বহিষ্কার হন। এ ঘটনার তিন দিন পর বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ ১০ থেকে ১৫ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
কিন্তু পুলিশের তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৬ অক্টোবর ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। ফলস্বরূপ, এক সপ্তাহের ব্যবধানে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় দল।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ভালুকা পৌর শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আনন্দ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, খালেক পাঠান, আমিনুল ইসলাম খান বাসান, আব্দুর রহিম, আবু সাইদ তালুকদার, সুহেল তালুকদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল প্রমুখ।
এ বিষয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু দেশের একটি গণমাধ্যমকে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ৪৪টি মামলার আসামি হয়ে পাঁচবার কারাবরণ করেছি। পুলিশ ও আওয়ামী লীগের হামলায় গুলিবিদ্ধ হয়েছি। দল আমার মতো একজন নগণ্য কর্মীর এই ত্যাগ ও পরিশ্রমকে মূল্যায়ন করায় সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি বিগত সময়ে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে দলীয় প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনেও তিনি মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এসএস/টিএ