ভারতে ট্রেনে মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে যাত্রীদের দুর্ভোগের এক অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ট্রেনের শৌচাগার বাথরুমকেই নিজের থাকার জায়গায় রূপান্তরিত করে শুয়ে আছেন।
ঘটনার ভিডিওটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রেকর্ড করেছেন কনটেন্ট নির্মাতা বিশাল। ভিডিওটিতে দেখা যায়, ওই ব্যক্তি ট্রেনের টয়লেটের ছোট জায়গাটুকুর ভেতরে আরামে শুয়ে আছেন এবং তার পাশে রয়েছে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র। এমনকি, তিনি শৌচাগারের জানালা দিয়ে একটি ভাঁজ করা খাটিয়া বা বুনানো বিছানাও ধরে আছেন, যা দেখে মনে হচ্ছে যেন তিনি একটি অস্থায়ী ব্যক্তিগত কেবিন তৈরি করেছেন।
ভিডিওতে বিশাল হিন্দিতে অবাক হয়ে বলছেন, ভাই নে ওয়াশরুম কো বেডরুম বানা দিয়া (ভাই বাথরুমকে বেডরুম বানিয়ে দিয়েছেন)। এরপর তিনি ওই ব্যক্তিকে তার বিপুল পরিমাণ জিনিসপত্র দেখে প্রশ্ন করেন, ইয়ে পুরা ঘর কা সামান হ্যায়? (এই সব আপনার বাড়ির জিনিসপত্র?)। উত্তরে ওই যাত্রী নির্বিকারভাবে জবাব দেন, হ্যাঁ।
তথ্যসূত্র এনডিটিভি।
আইকে/টিএ