জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, শেখ হাসিনার আমলে জনগণ বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিল, একদলীয় শাসন ও ফ্যাসিবাদ বিরাজ করেছিল, গণতন্ত্র কার্যত অনুপস্থিত ছিল এবং বিরোধী দলগুলিকে কথা বলার সুযোগ দেওয়া হতো না। মানুষ তখন আশা করেছিল, এই সরকার চলে গেলে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। কিন্তু বাস্তবে তা ঘটেনি।
সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টকশো প্রোগ্রামে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার ‘জাতীয় ঐক্যমত কমিশন’ গঠন করেছে। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল বলা হয়, তাহলে তাদের বিরুদ্ধে বিচার শুরু করা উচিত। অথচ এত সময় পার হলেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। আবার, যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়, তাহলে জাতীয় পার্টিকে অন্তর্ভুক্ত না করার কারণ কী? তাদের বিরুদ্ধে তো কোনো মামলা বা নিষেধাজ্ঞা নেই।
সেক্ষেত্রে এই উদ্যোগকে ‘জাতীয় ঐক্যমত’ বলা কতটা যৌক্তিক, তা প্রশ্নসাপেক্ষ।
তিনি আরো বলেন, যখন কেউ ভাবে ‘শুধু আমরাই দেশের নাগরিক, অন্যরা নয়’, তখন সেটা গণতন্ত্র হয় না। ড. ইউনূস যেসব পশ্চিমা দেশের ওপর আস্থা রাখতেন, এখন তারাই বলছে, আওয়ামী লীগের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।
পিএ/টিএ