গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র ড্রোন ব্যবহার করছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানায়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে এবং এই মানববিহীন বিমানগুলো দক্ষিণ ইসরায়েলের নতুন সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে হামাস কর্মকর্তাদের ও জিম্মিদের অবস্থান শনাক্ত করতে যুক্তরাষ্ট্র একই ধরনের ড্রোন ব্যবহার করেছিল।
এদিকে হামাসসহ প্রধান ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো শুক্রবার জানিয়েছে, তারা যুদ্ধ-পরবর্তী গাজার পরিচালনার ভার একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে চায়।
হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুসারে, কায়রোতে অনুষ্ঠিত একটি বৈঠকে গোষ্ঠীগুলো স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির কাছে গাজা উপত্যকার প্রশাসন হস্তান্তর করতে সম্মত হয়েছে। এই কমিটি আরব ব্রাদার্স এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জীবনযাত্রা ও মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, দলগুলো ফিলিস্তিনিদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য একটি সাধারণ অবস্থানকে ঐক্যবদ্ধ করতে কাজ করতে সম্মত হয়েছে।
আরপি/টিএ