আন্তর্জাতিক মিডিয়ায় জয়ের সাক্ষাৎকারে নড়েচড়ে বসেছে সরকার: রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, আমেরিকার স্বনামধন্য সংবাদ সংস্থা এপিতে (অ্যাসোসিয়েট প্রেস) একটি নাতিদীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজের জয়। সেই সাক্ষাৎকারটির ওপর ভিত্তি করে ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা এবং অন্যান্য যেসব দেশের সঙ্গে বাংলাদেশের রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত, তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তার সেই সাক্ষাৎকারটি নিয়ে ইতিবাচক বিচার-বিশ্লেষণ এবং নানা রকম মন্তব্য করেছে।’

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেন, অ্যাসোসিয়েট প্রেসকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেওয়ার মতো বিরল সৌভাগ্য আমাদের এই রাজনৈতিক অঙ্গনে কয়জনের হয়েছে, এটা আমি বলতে পারব না। তবে সমসাময়িককালে যদি আপনি জামায়াতের আমির, তারেক রহমান কিংবা ড. ইউনূস, এনসিপির নাহিদ ইসলাম; অ্যাসোসিয়েট প্রেসে একটি সাক্ষাৎকার দেবেন আর সেই সাক্ষাৎকারটি নিয়ে  ওয়াশিংটন পোস্ট, ব্রিটেনের দ্য গার্ডিয়ান, বা কানাডার প্রধানতম পত্রিকাগুলো এগুলোকে লিড নিউজ করবে; এটা কল্পনাই করা যায় না।

রনি বলেন, ‘সজীব ওয়াজ জয়ের মধ্যে কতগুলো পরস্পর বিরোধী ক্যারেক্টারিস্টিক রয়েছে। আমি যেহেতু তাকে খুব কাছ থেকে দেখেছি, এ কারণে এ কথাগুলো আমি বলতে পারছি। প্রথমত হলো ইন্টেলিজেন্স; এটা তার যে লেভেলে আছে, এটা আমাদের এভারেজ মেধার লেভেল না। আমাদের দেশে ধরুন যারা নেতা আছেন শেখ হাসিনা আছেন, খালেদা জিয়া, তারেক রহমান, ডা. শফিকুর আছেন, এমনকি ড. ইউনূস।

মানে এদের সবারই আইকিউ লেভেল, আপনার আমার সঙ্গে ১৯-২০ পার্থক্য।’ তিনি বলেন, ‘আইকিউ বলতে যে জিনিসটি বোঝা যায়, সেটি ৯- এর ওপরে উঠলে সেটার একটা আলাদা বৈশিষ্ট্য হয়ে যায় এবং সেই বৈশিষ্ট্যের কারণে যাদের আইকিউ লেভেল ৯-এর ওপরে তারা অনেকটা নির্লিপ্ত। দুনিয়ার কোনো কিছুর প্রতি তাদের কোনো লোভ-লালসা, কামনা-বাসনা, ক্রোধ ইত্যাদি কোন কিছুই কাজ করে না। তো সজীব ওয়াজের জয়ের যে আইকিউ লেভেল, এটি ৯- এর ওপরে, আমি এটা লিখে দিতে পারি।

এ কারণে আমাদের দৃষ্টিতে আমরা যারা সাধারণ মানুষ, কেউ তাকে অটিস্টিক বলার চেষ্টা করেছি, কেউ তাকে পাগল বলার চেষ্টা করেছি, কেউ তাকে বোকা বেকুব বলার চেষ্টা করেছি। কিন্তু আপনি যদি তার ড্রেসকোড দেখেন, অর্থাৎ যখন তিনি সুটেড বুটেড থাকেন, ভালো পোশাক পরেন, তখন আপনি দেখবেন এক্সট্রিম লেভেলে ইট লুকস লাইক বারাক ওবামা, ইট লুকস লাইক যাকে বলা হয় বিল ক্লিনটন, জন এফ কেনেডি।’

‘তো কাজেই এপির মতো একটা প্রতিষ্ঠানের সঙ্গে যতই আপনাকে স্ক্রিপ্ট রেডি করে দেওয়া হোক, ধরুন আপনি মিলিয়ন ডলার খরচ করে, লবিং করে এপির একটা সাক্ষাৎকার দিলেন। কিন্তু আপনার যদি ইংরেজি জানা না থাকে, ইংরেজিতে আপনি বলতে না পারেন, আপনাকে যারা প্রশ্ন করছে সে প্রশ্নটা আপনাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আপনাকে রিপ্লাই করতে হবে। তো সেই দিক থেকে তার এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে তার যে আইকিউ লেভেলের এক্সট্রিম জায়গা, সেটারই প্রতিফলন ঘটেছে।

‘সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বলেছেন, তার চুম্বক কথাগুলো হলো আওয়ামী লীগকে ছাড়া অর্থবহ, অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ একটি নির্বাচন হবে না এবং এটিকে একটা ফ্রুটফুল ইলেকশন বলা যাবে না। সংগত কারণে প্রশ্ন আসতে পারে যে, বিএনপিকে ছাড়া যে তিনটি নির্বাচন হয়েছিল সে ব্যাপারে উনি কিছু বলেননি কেন? সেটা তিনি কেন বলবেন? আর এটা বলারই দরকার কি? বিএনপিকে ছাড়া যে ইনক্লুসিভ নির্বাচন হয়নি, এটা তো আওয়ামী লীগ হাড়ে হাড়ে টের পেয়েছে। সজীব ওয়াজেদ জয় বলুন আর না বলুন ওটা বাস্তব এবং সেটা থেকেই আওয়ামী লীগ যেভাবে শিক্ষা নিচ্ছে এবং যে কথাগুলো বলছে এই কথার প্রেক্ষিতে আওয়ামী লীগকে ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়, এটা আমরা বলার চেষ্টা করছি। তাহলে আওয়ামী লীগ আর বর্তমান সরকার আর বিএনপি একই হয়ে গেল।’

তো হঠাৎ করে কেন জয়ের এই সাক্ষাৎকার আসলো। আর এটা নিয়ে কেন আন্তর্জাতিক গণমাধ্যম এতটা মাতামাতি শুরু করল। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমেরিকা বা পশ্চিমা দুনিয়া অতীতের যেকোনো সময়ের চাইতে বেশি ম্যাচিউরড। তো যে ডিপ স্টেটের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলো, তাদের দিয়ে কোনো কাজই হচ্ছে না। তাই হঠাৎ করে সজীব ওয়াজেদ জয়ের এই অভ্যুত্থান সরকারকে সংগত কারণেই বিচলিত করেছে। সরকারের অনেকগুলো বিষয় নিয়ে এখন সরকারকে নতুন করে চিন্তাভাবনা করতে হচ্ছে।’

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পরিবহন খাতের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান মালিকদের Oct 25, 2025
img
একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরিতে দৌড়ঝাঁপ করছে পাকিস্তান: নাসীরুদ্দীন পাটওয়ারী Oct 25, 2025
img
আমার স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই : পূর্ণিমা Oct 25, 2025
নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষ জেলে Oct 25, 2025
img
না ফেরার দেশে অভিনেতা সতীশ শাহ Oct 25, 2025
img
বেনাপোলে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা Oct 25, 2025
img
মুসলিমদের নিরাপত্তায় ১ কোটি পাউন্ড বরাদ্দ যুক্তরাজ্যের Oct 25, 2025
img
‘প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বিচার বিভাগের আলাদা সচিবালয়’ Oct 25, 2025
img
‘আমার প্রিয় নায়ক সালমানের বুকে আমি নিজেই ছুরি চালাই’ Oct 25, 2025
img
ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দেবো: সালাহউদ্দিন Oct 25, 2025
img
চিড়িয়াখানায় থাকা প্রাণীগুলোর যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব : উপদেষ্টা ফরিদা Oct 25, 2025
img
ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে : প্রধান বিচারপতি Oct 25, 2025
img
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭ জন Oct 25, 2025
img
গাজা যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের বেসামরিক প্রধান নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র Oct 25, 2025
নির্বাচনে জোটে যাবে কি এনসিপি? Oct 25, 2025
জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ রূপ নেবে নতুন বাংলাদেশে - উপদেষ্টা Oct 25, 2025
img
ভারতের ওপর ভর করে একটি দল ক্ষমতায় আসতে চাইছে : এম এ মালেক Oct 25, 2025
img
ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই সম্প্রীতি গড়ে তুলবো: হাসনাত Oct 25, 2025
img
ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করতে হবে: ডা. জাহিদ Oct 25, 2025
img
সালমান-শাকিবকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে সোহেল রানা Oct 25, 2025