লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের ভারতে বহুল প্রতীক্ষিত ম্যাচটি স্থগিত হয়েছে। আগামী ১৭ নভেম্বর জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলার কথা ছিল, তবে সেটি আর ওই তারিখে হচ্ছে না। ফিফার আসন্ন আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে নতুন তারিখে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তো আগুস্তিন, যিনি এই প্রীতি ম্যাচের স্পন্সর রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
কেরালার ব্যবসায়ী এবং এমারাজ গ্রুপ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আগুস্তিন ফেসবুকে জানিয়েছেন, ফিফার অনুমতি দেরিতে পাওয়ায় ম্যাচটি পিছিয়ে দিতে হয়েছে। তিনি লিখেছেন, ‘ফিফার অনুমতি পেতে দেরি হওয়ায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আলোচনার পর নভেম্বরের উইন্ডো থেকে ম্যাচটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ম্যাচটি কেরালাতেই হবে, তবে পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে। নতুন তারিখ শিগগিরই জানানো হবে।
এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম লা নাসিওন এএফএ-এর এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, আর্জেন্টিনা নভেম্বর মাসে কেরালা সফরে আসছে না। কারণ, আয়োজকদের পক্ষ থেকে ম্যাচ আয়োজনের শর্ত পূরণ করা সম্ভব হয়নি।
কর্মকর্তা বলেন, ‘আমরা নভেম্বরেই ম্যাচটি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের একটি প্রতিনিধি দল মাঠ, হোটেলসহ সবকিছু পরিদর্শনে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভারত শর্ত পূরণ করতে পারেনি। দুঃখজনকভাবে ভারতের পক্ষ থেকে বারবার চুক্তি ভঙ্গ হয়েছে। তাই আমরা এখন চুক্তিটিকে নতুন করে সাজিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করব।’
কেরালার ক্রীড়ামন্ত্রী ম্যাচটি ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হয়েছিল। এক পর্যায়ে মন্ত্রী নিজেই বলেছিলেন, ম্যাচটি বাতিল হয়েছে। পরে আগস্টে এএফএ নিশ্চিত করে যে আর্জেন্টিনা দল কোচিতে খেলতে আসবে। তবে সম্প্রতি আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে, নভেম্বরের ম্যাচটি স্থগিত হতে পারে এবং সেটি মার্চ ২০২৬-এ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরপি/টিএ