অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে ভারত। রান পেয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অনেকেই তাদের শেষ দেখলেও সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের পর আলোচনা উঠেছিল তাদের ভবিষ্যত নিয়ে। সেখানে রহস্যই রাখলেন দুই তারকা।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার মাঠে নেমেছিলেন দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুইজনই বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও এই সিরিজে নেতৃত্ব দেওয়া হয় শুবমান গিলকে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে গিলকে অধিনায়ক করায় আলোচনায় আসে কোহলি-রোহিতদের ভবিষ্যত।
ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট রোহিত-কোহলিকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সম্পর্কে একাধিকবার জানতে চাইলেন। তবে তারা স্পষ্ট জবাব দেননি এ ব্যাপারে। তাদের প্রতিক্রিয়া ভক্ত-সমর্থকদের যেন নতুন ধাঁধার মধ্যে ফেলেছে।
রোহিত ও কোহলি অস্ট্রেলীয় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কোহলি বলেন, ' আমরা এখানে আসতে ভালোবাসি, এখানে ভালো ক্রিকেট খেলা হয়েছে। দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ। তারা অনেক বড় সংখ্যায় এসে আমাদের সমর্থন করেছেন।'
রোহিত বলেন, 'ধন্যবাদ অস্ট্রেলিয়া। এখানে খেলার অভিজ্ঞতা অসাধারণ। আমি অস্ট্রেলিয়ায় খেলা খুবই উপভোগ করি, বিশেষ করে সিডনিতে। ভালো মাঠ, দর্শক ও পিচ - এগুলো সব মিলিয়ে প্রতিটি ম্যাচে নিজেকে পরীক্ষা করার সুযোগ দেয়। আমি যা করি, তা করতে পছন্দ করি। আশা করি, আমি ভবিষ্যতেও নিজের খেলা উপভোগ করতে পারব।'
সেঞ্চুরি করে তৃতীয় ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন রোহিত শর্মা। অন্যদিকে অপরাজিত ফিফটি করা কোহলি ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কুমার সাঙ্গাকারারকে টপকে চলে গেছেন দ্বিতীয় অবস্থানে।
ইএ/টিকে