চ্যাম্পিয়ন্স লিগে দারুণভাবে এগিয়ে চললেও ঘরোয়া লিগে কিছুটা ছন্দহারা পিএসজি। তবে এবার সেখানেও টানা দুই ড্রয়ের পর জয়ের দেখা পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
লিগ ওয়ানে আগের চার ম্যাচে মাত্র একটিতে জয় পায় পিএসজি। এতে হারিয়ে ফেলে তারা শীর্ষস্থানও। শনিবার ব্রেস্টকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলে চূড়ায় ফিরল লুইস এনরিকের দল।
প্রথমার্ধে আশরাফ হাকিমির জোড়া গোলের পর, শেষ দিকে তৃতীয় গোলটি করেন দিজিরে দুয়ে। ৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ২০।
এক ম্যাচ কম খেলা মার্সেই ১৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। অ্যাক্টিভওয়্যার বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা পিএসজি প্রথম গোলের দেখা পায় ২৯তম মিনিটে। রক্ষণের ওপর দিয়ে দারুণ থ্রু বল বাড়ান ভিতিনিয়া, আর অফসাইডের ফাঁদ ভেঙে ছুটে গিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন হাকিমি।
১০ মিনিট পর ডি-বক্সে জটলার মধ্যে থেকে খাভিচা কাভারাৎস্খেলিয়ার পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন মরক্কোর ডিফেন্ডার হাকিমি।
যোগ করা সময়ের একেবারে শেষে ডি-বক্সে থেকে বাঁ পায়ের শটে শেষ গোলটি করেন কাভারাৎস্খেলিয়ার বদলি নামা দুয়ে।