মৌসুমের শুরু থেকেই ধুঁকছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে শুরুতে ১০ জনের দলে পরিণত হওয়ার পর অবিশ্বাস্য কিছু করতেও পারেনি তারা। অনায়াস জয়ে লিগে শতভাগ সাফল্যের ধারা রাখল জার্মান চ্যাম্পিয়নরা।
বুন্ডেসলিগায় শিরোপা ধরে রাখার অভিযানে টানা অষ্টম জয় পেয়েছে বায়ার্ন। শনিবারের ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে পয়েন্ট তালিকার তলানির দলকে।
ম্যাচের উনবিংশ মিনিটে লুইস দিয়াসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মনশেনগ্লাডবাখের মিডফিল্ডার ইয়েন্স কাস্ট্রপ। দলে একজন বেশি থাকার পরও প্রথমার্ধে তেমন কিছু করতে পারেনি বায়ার্ন। গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের।
মাইকেল ওলিসে ৫০তম মিনিটে জোড়া সুযোগ হারানোর খানিক পর, হ্যারি কেইন জালে বল জড়ালেও অফসাইডের বাঁশি বাজে। অবশেষে ৬৪তম মিনিটে ডেডলক ভাঙেন জসুয়া কিমিখ।
পাঁচ মিনিট পর ওলিসের থ্রু বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল গেররেইরো। আর ৮০তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল।
আট ম্যাচে সবগুলো জয়ের পথে মোট ৩০টি গোল করেছে বায়ার্ন, বুন্ডেসলিগার ইতিহাসে যা নতুন রেকর্ড। ২৪ পয়েন্ট নিয়ে চূড়ায় তারা। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলে সবগুলোই জিতেছে জার্মানির সফলতম ক্লাবটি।
এমআর/টিকে