গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত মোট ৯৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যুদ্ধবিরতির পর থেকে অন্তত ৩২৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর মিডল ইস্ট আইয়ের।
তারা বলেন, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ১৯ জন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত মোট ৬৮ হাজার ৫১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১ লাখ ৭০ হাজার ৩৮২ জন।
এমআর/টিকে