বার্সেলোনার অনেকে অনেক কিছু বলবে, সেগুলোতে নজর দিতে চাই না: আলোনসো

মৌসুমের প্রথম এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল দুনিয়া। সুপার সানডেতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। তবে, মহাগুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর আগে কাতালানদের সবচেয়ে বড় চিন্তার কারণ লম্বা ইনজুরি তালিকা। এদিকে, ম্যাচের আগে এক অনুষ্ঠানে রিয়ালকে খোঁচা দিয়ে কথা বলেছেন বার্সা তারকা লামিন ইয়ামাল। তবে বার্সেলোনাকে কথায় নয়, মাঠে জবাব দিতে চায় রিয়াল মাদ্রিদ।

রোববার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু রাত সাড়ে নয়টায়। লড়াইটা ঐতিহ্য আর মর্যাদার। মৌসুমের প্রথম এল ক্লাসিকো ইতিহাসে ২৬২তম। যে দ্বৈরথ ঘিরে পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ থাকে টিভির পর্দায়। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর এই লড়াই বরাবরের মতো উত্তাপ ছড়াচ্ছে ফুটবল দুনিয়ায়। এবার জয়ের হাসি হাসবে কে?

গেলো মৌসুমে ৪ বার মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দী রিয়াল-বার্সা। লা লিগায় দুবার, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয়ে চারবারই জয়ের হাসি হেসে মাঠ ছাড়ে কাতালানরা। বিপরীতে জয়হীন থেকে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তাই মাদ্রিদিস্তাদের সামনে বড় চ্যালেঞ্জ এবারের এল ক্লাসিকো জয় দিয়ে রাঙানোর।

এল ক্লাসিকোর আগে ভালো নেই বার্সেলোনা। গত সপ্তাহে জিরোনার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে শেষ সময়ে দুটি হলুদ কার্ড দেখেন কোচ হ্যান্সি ফ্লিক। তাই মহাগুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতে ডাগআউটে থাকতে পারবেন না তিনি। এছাড়াও, ছোটখাটো একটা হাসপাতালে পরিণত হয়েছে কাতালান শিবির। এই ম্যাচে পাওয়া যাবে না দলের ভরসার প্রতীক রাফিনিয়া, লেওয়ানডস্কি, দানি ওলমো, গাবি, টের স্টেগেনদের। যা বড় চিন্তার কারণ বার্সার জন্য।

ম্যাচের আগে সহকারী কোচ মার্কুস জর্গ বলেন, ‘খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। আমার মনে হয় মাঠে বল দখল এবং হাই প্রেশারের মাধ্যমে আমাদের শক্তি প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচে। ফ্লিক থাকবেন না, তার অভাব সবসময়ই আমাদের ভোগায়। এই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে এবং আমরা সেরাটা দেব। আমরা সবসময় প্রতিপক্ষ নিয়ে কথা বলি। খেলোয়াড়রা প্রস্তুত থাকবে, বিশেষ করে ভিনিসিউস ও এমবাপ্পের জন্য। ইয়ামাল দারুণ ফুটবলার, সে তার সেরাটা দেবে এই ম্যাচে। রাফিনিয়াকে না পাওয়া আমাদের জন্য একটা চিন্তার কারণ। গেলো বছরের জয়ের তুষ্টিতে ভুগতে চাই না।’



এদিকে, দুর্দান্ত ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। চলতি মোসুমে লা লিগায় ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লস ব্ল্যাঙ্কোস। এল ক্লাসিকোর ইতিহাস ঘাটলে দেখা যায় জয়ের পাল্লাটা বার্সেলোনারই ভারী। তবে, রিয়ালের ঘরের মাঠে থেকে জয় নিয়ে ফেরাটা এবার কাতালানদের জন্য বেশ কঠিন এক মিশন হতে যাচ্ছে। কেননা, ফুল ফিট স্কোয়াড নিয়ে দারুণ আত্মবিশ্বাসী কোচ শাবি আলোনসো। রুডিগার ও আলাবা ছাড়া সবাই আছেন সুস্থ। ভিনি এমবাপ্পেদের নিয়ে সন্তুষ্ট কোচ।

ম্যাচের আগে এক লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে ‘রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে’ এমন দাবি করেছিলেন বার্সার তরুণ তারকা ইয়ামাল। সংবাদ সম্মেলনে এ নিয়েও প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন রিয়াল কোচ। তবে ইয়ামালের তির্যক মন্তব্য কিংবা অতীত পরিসংখ্যানকে এক পাশে রেখে ম্যাচ জয়ের দিকেই নজর শাবির।

তিনি বলেন, ‘এটা এল ক্লাসিকো, বিশেষ একটা ম্যাচ। এই ম্যাচের উত্তাপ অনেক বছর ধরে চলে আসছে সামনেও থাকবে। এই মৌসুমে এটাই প্রথম। আমরা চাই এই ম্যাচের সবটুকু উপভোগ করতে। বার্সেলোনার অনেকেই অনেক কিছু বলবে, সেগুলোতে নজর দিতে চাই না। মাঠে পারফর্ম করে প্রমাণ করতে হবে। আমাদের দারুণ সব খেলোয়াড় আছে। ভালো স্ট্রাইকার আছে, যাদের গতিশীলতা অনেক বেশি। তাদের পাস নির্ভুল, গতিবিধিতে নির্ভুল। নিজেদের সেরাটা দিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই।’

রোমাঞ্চকর এই দ্বৈরথের ২৬১ বারের দেখায় ১০৫ বার জিতেছে রিয়াল মাদ্রিদ আর ১০৪ জয়ের হাসি হেসেছে বার্সেলোনা। আর ৫২ ম্যাচে ড্র করেছে দু'দল।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ অব্যাহতি ১৬৩ জনকে Oct 26, 2025
img
স্বাস্থ্য খাতে অগ্রগতি ‘উৎসাহজনক’ তবুও গতি বাড়ানো প্রয়োজন : উপদেষ্টা Oct 26, 2025
img
চানখারপুলে ৬ হত্যা : ২০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ Oct 26, 2025
img
জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবাকেন্দ্র চালু হবে : ভূমি সচিব Oct 26, 2025
img
কেকেআরের নতুন কোচ হচ্ছেন অভিষেক নায়ার Oct 26, 2025
img
জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ: আখতার হোসেন Oct 26, 2025
img
হিসাব প্রকাশসহ ৩ দাবিতে ট্রেজারারের অফিসে ছাত্রনেতাদের অবস্থান Oct 26, 2025
img
সোমবার জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান Oct 26, 2025
img
সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান Oct 26, 2025
img
সিআরবিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন Oct 26, 2025
img
কয়েক মাসের মধ্যে ঢাকা-করাচি ফ্লাইট শুরু Oct 26, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Oct 26, 2025
img
টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব পেলে কেউই 'না' করবে না : লিটন Oct 26, 2025
নামাজ না পড়ার ভয়াবহ পরিণতি | ইসলামিক জ্ঞান Oct 26, 2025
কোয়েলকে ছবি থেকে বাদ দিতে বলেছিলেন বাবা রঞ্জিত মল্লিক! Oct 26, 2025
মৃত্যুর প্রায় তিন দশক পরেও সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন বিতর্ক Oct 26, 2025
“সুদিনে বন্ধুর অভাব হয় না, দুর্দিনে খুঁজে পাওয়া ভার” Oct 26, 2025
img
বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শান্ত Oct 26, 2025
‘রেহানা মরিয়ম নূর’ এর মাধ্যমে নতুন জন্ম নিয়েছেন বাঁধন Oct 26, 2025
img
মানি লন্ডারিংয়ের মামলায় সম্রাটের জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা Oct 26, 2025