শ্রেয়াস আইয়ারকে নিয়ে দুঃসংবাদ পেল ভারত

সিরিজের শেষ ওয়ানডেতে দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালেও দুঃসংবাদ ভারতীয় শিবিরে। পাঁজরের চোট নিয়ে মাঠ ছাড়া শ্রেয়াস আইয়ার অন্তত তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তাতে শঙ্কায় দক্ষিণ আফ্রিকা সিরিজে তার খেলা নিয়ে।

সিডনিতে শনিবার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানতেডে একটি ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তখন অস্ট্রেলিয়ার ইনিংসে ৩৪তম ওভার চলছিল। শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন শ্রেয়াস। হার্শিত রানার একটি বল আলেক্স ক্যারের ব্যাটের কানায় লেগে উঠে যায়। শ্রেয়াস দৌড়াতে থাকেন ক্যাচ ধরবেন বলে। পিছনে ছুটতে ছুটতে তিনি ক্যাচটি ধরেও ফেলেন। তবে শরীরের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে বাজেভাবে মাটিতে পড়েন। তার কোমর মাটিতে আছড়ে পড়ে।




তখনই ব্যথার গভীরতা তার মুখে স্পষ্ট হয়েছিল। মাঠে দলীয় চিকিৎসকের প্রাথমিক চিকিৎসাতেও কাজ হয়নি। পরে সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। তখনই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে স্ক্যান করার পর ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, শ্রেয়াসের পাঁজরের বাঁ দিকে চোট লেগেছে।

তার সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগতে পারে শ্রেয়াস আইয়ারের।

ওই কর্মকর্তা বলেন, ‘ম্যাচের সময়েই শ্রেয়াসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, ওর পাঁজরে একটা বড় ঝাঁকুনি লেগেছে বলে মনে করা হচ্ছে। অন্তত তিন সপ্তাহ ওকে মাঠের বাইরে থাকতে হতে পারে।’

ওই কর্মকর্তার শঙ্কা, প্রাথমিকভাবে তিন সপ্তাহ ধরা হলেও চোটের গভীরতা অনুযায়ী সময় আরও বেশিও লাগতে পারে। তিনি বলেন, ‘চোট সারানোর পর আগে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে যেতে হবে। সেরে উঠতে আরও সময় লাগবে কি না তা বোঝা যাবে চূড়ান্ত রিপোর্ট দেখার পরেই। যদি হাড়ে চিড় ধরে থাকে তা হলে সারতে আরও সময় লাগতে পারে।’

বর্তমানে ভারতের টেস্ট ও টি-টোয়েন্টি দলে নেই শ্রেয়াস আইয়ার। তবে নিয়মিত খেলছেন ওয়ানডে দলে। আগামী ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। সেখানে তিনি খেলতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা রেখেছেন ধোঁয়াশা।

তিনি বলেন, ‘এখনই তা বলা যাচ্ছে না। যদি সারতে তিন সপ্তাহ লাগে তা হলে ৩০ নভেম্বর প্রথম ম্যাচের ঠিক আগে ও সেরে উঠতে পারে।’

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

কোয়েলকে ছবি থেকে বাদ দিতে বলেছিলেন বাবা রঞ্জিত মল্লিক! Oct 26, 2025
মৃত্যুর প্রায় তিন দশক পরেও সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন বিতর্ক Oct 26, 2025
“সুদিনে বন্ধুর অভাব হয় না, দুর্দিনে খুঁজে পাওয়া ভার” Oct 26, 2025
img
বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শান্ত Oct 26, 2025
‘রেহানা মরিয়ম নূর’ এর মাধ্যমে নতুন জন্ম নিয়েছেন বাঁধন Oct 26, 2025
img
মানি লন্ডারিংয়ের মামলায় সম্রাটের জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা Oct 26, 2025
img
পুনরায় উত্তরা-আগারগাঁও মেট্রো চলাচল শুরু Oct 26, 2025
রাস্তা বন্ধে ভোগান্তি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Oct 26, 2025
কন্ঠের যাদুকর শিহাব, যেভাবে বলতে পারেন ৩৫ জনের কন্ঠ! Oct 26, 2025
কন্ঠের যাদুকর শিহাব, যেভাবে বলতে পারেন ৩৫ জনের কন্ঠ! Oct 26, 2025
৫৫ বছর ধরে ভয়েস দিচ্ছেন ইসমত তোহা Oct 26, 2025
img
না ফেরার দেশে পরমাণু বিজ্ঞানী রেজাউর রহমান Oct 26, 2025
img
মুক্তির ৫ দিন পেরোতেই ১০০ কোটির পথে ‘থামা’ Oct 26, 2025
img
হেরে গিয়েও ম্যাচসেরা ইংল্যান্ডের ব্রুক Oct 26, 2025
img
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ, পরিবারে কর্মক্ষম থাকলে দেওয়া হবে চাকরি: উপদেষ্টা ফাওজুল কবির Oct 26, 2025
img
আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি ফাঁস! Oct 26, 2025
img
হয় ডাকসু থাকবে, নতুবা মাদক সিন্ডিকেট: জিএস ফরহাদ Oct 26, 2025
img
বিসিএস পরীক্ষা নিয়ে পিএসসিকে ১৫ প্রস্তাবনা এনসিপির Oct 26, 2025
img
যৌক্তিক কারণে ২ উপদেষ্টার অনেক আগে পদত্যাগ করা উচিত ছিল : জাহেদ উর রহমান Oct 26, 2025
img
জনপ্রশাসনের সর্বত্র গুন্ডামি, বললেন হাসনাত আব্দুল্লাহ Oct 26, 2025