সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আবারও লাল বলের ফরম্যাটে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি টেস্ট দলের অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হলেও শান্ত তা ফিরিয়ে দিয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) বিসিবির এক সূত্র আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, শান্ত আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তিনি টেস্ট দলের নেতৃত্বে ফিরতে আগ্রহী নন।
ওয়ানডে দলের অধিনায়কত্ব হাতছাড়া হওয়ার পর টেস্ট দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান শান্ত। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন সদ্য শেষ হওয়া সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে শান্তর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। আলোচনায় তিনি শান্তকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান।
বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘শান্ত এই মুহূর্তে নেতৃত্ব দিতে আগ্রহী নন এবং সে বিষয়টি আমাদের জানিয়েছেন।’
বিসিবি ইতোমধ্যেই টেস্ট দলের জন্য নতুন অধিনায়ক খুঁজছে। শান্ত নেতৃত্ব না নেওয়ায় বোর্ডের নজর এখন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের দিকে। জানা গেছে, লিটনের সম্মতির অপেক্ষায় আছে বিসিবি। আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই নতুন অধিনায়কের দায়িত্ব শুরু হতে পারে।
বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টেস্ট দলের নেতৃত্বে আগ্রহ দেখালেও তাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা খুবই কম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতলেও, তার নেতৃত্বে দলের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। গত জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে মিরাজের অধীনে বাংলাদেশ ১৩ ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে। ফলে বোর্ডের ভেতরে অনেকেই তার অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো নিয়ে সন্দিহান।
টেস্ট নেতৃত্বের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তাইজুল ইসলাম ও মুমিনুল হক। তাইজুল আগেই প্রকাশ্যে জানিয়েছেন, তিনি টেস্ট দলকে নেতৃত্ব দিতে আগ্রহী। অন্যদিকে সাবেক অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, বোর্ড চাইলে তিনি আবারও টেস্ট নেতৃত্ব নিতে বিবেচনা করবেন।
আরপি/টিকে