যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চ-পর্যায়ের আলোচনার মাত্র কয়েক দিন আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় চীন একটি ‘প্রাথমিক ঐকমত্যে’ পৌঁছেছে বলে মালয়েশিয়ায় রবিবার চীনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।
চীনের আন্তর্জাতিক বাণিজ্য আলোচক এবং বাণিজ্য উপমন্ত্রী লি চেংগাং বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই যে বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন, সেগুলোর যথাযথ সমাধানের উপায় নিয়ে গঠনমূলক আলোচনা করেছে এবং একটি প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে এই সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় একটি বৈঠকের আগে বেইজিং ও ওয়াশিংটনের কর্মকর্তারা মালয়েশিয়ায় দুই দিনের আলোচনায় মিলিত হন, যা রবিবার শেষ হয়েছে।
বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির মধ্যে চলমান কঠোর বাণিজ্য যুদ্ধ শেষ করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প আত্মবিশ্বাসে টগবগ করছিলেন।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং চীনের ভাইস প্রিমিয়ার হে লাইফেং দুইদিনের আলোচনা শেষ হওয়া পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা একটি চুক্তি করতে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘এটি চীনের জন্য দারুণ হবে, আমাদের জন্যও দারুণ হবে।’
টিজে/টিএ