বিগত দুই বছর বিদ্যুৎ- জ্বালানি খাতের গবেষণা ও উন্নয়নে নতুন কোনো প্রকল্পে সই করতে পারিনি বলে মন্তব্য করেছেন বিইপিআরসির চেয়ারম্যান ওয়াহিদ হাসান।
রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিলের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিইপিআরসির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ খুব একটা গবেষণা বান্ধব দেশ নয়। ফলে আমরা খুব যে বেশি একটা অর্জন করতে পেরেছি তা নয়। গত দুবছর আমরা কোনো প্রস্তাব পরিকল্পনা সই করতে পারিনি। তবে সম্প্রতি আমরা চারটি নতুন প্রকল্পে স্বাক্ষর করেছি।
তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ে অংশীজনদের সঙ্গে বসে আলোচনা করেছি, শিক্ষক সাংবাদিকদের সঙ্গেও করেছি। বিগত সময় তুলনায় বর্তমানে আমরা ট্র্যাকে উঠতে পেরেছি। নতুন প্রকল্প পাওয়া নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে না। তাছাড়া আমরাও নতুন কাজের উদ্যোগ নিয়েছি। এ প্রতিষ্ঠানের ভালো ভবিষ্যৎ মূলত বিদ্যুৎ জ্বালানি খাতেরই উন্নয়ন।
তিনি আরও বলেন, একটি দেশের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণই বলে দেয়, সে দেশ উন্নতির কোন পর্যায়ে আছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া উল আজিম।
আরপি/এসএন