সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন রিশাদ হোসেন। তাই টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে রিশাদকে নিয়ে বেশ সতর্ক ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শাই হোপ। তিনি মনে করেন রিশাদ কন্ডিশন কাজে লাগিয়ে যেভাবে পারফর্ম করেছেন ক্যারিবিয়ানরাও সেটাই করার চেষ্টা করবে।
সাগরিকায় আজ সংবাদ সম্মেলনে হোপ বলেছেন, 'এটা অবশ্যই মিরপুরের থেকে একটা ভিন্ন সারফেস। আবার বলছি, নির্দিষ্ট কন্ডিশনে খেলার সময় আমাদের সবসময়ই পরিস্থিতি বিচার করতে হয়, প্রতিবারই এটা করতে হয়। তবে কালকে যা দেখলাম, তাতে এটাকে ঢাকার চেয়ে ভিন্ন সারফেস মনে হচ্ছে। কিন্তু যেমনটা আগে বললাম, আমাদের এখনও পরিস্থিতি বিবেচনা করতে হবে। রিশাদ, সে ঢাকার কন্ডিশনটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল।'
হোপ আশাবাদী মিরপুরের চেয়ে চট্টগ্রামের উইকেট ভিন্ন হবে, 'আপনি দেখেছেন ওটা স্পিনারদের জন্য সহায়ক কন্ডিশন ছিল, এবং সে (রিশাদ) খুব ভালো জায়গায় বল ফেলে আমাদের সব ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ করেছিল। কিন্তু আবারও, নতুন সিরিজ, নতুন সারফেস, লক্ষ্য একই। তাই ওয়ানডে সিরিজে আমাদের যে ভুলগুলো হয়েছিল, সেগুলো থেকে শিখতে হবে। আমার মনে হয় না সারফেসটা একই রকম আচরণ করবে, কিন্তু যদি করেও, আমাদের কাছে গত সিরিজের কিছু শিক্ষা তো আছেই।'
চট্টগ্রামের উইকেট নিয়ে হোপ আরও বলেন, 'আমার দেখে তো ভালোই লাগছে। আপনি যদি দেখেন, খালি চোখে দেখেই বোঝা যাচ্ছে এটা ভালো। আর আমি বলবো, যতবারই আমি চট্টগ্রামে আসি, ব্যাটার হিসেবে ব্যাট করার জন্য এটা বেশ ভালো পিচ। তাই আমি বলবো এটা একটা ভালো উইকেট মনে হচ্ছে। কিন্তু আমি সবসময় যেমনটা বলি, মাঠে নেমে পরিস্থিতি বুঝতে হবে, দেখতে হবে ইনিংস যত এগোবে পিচটা কেমন আচরণ করবে।'
টিজে/টিএ