ভারতের ক্রিকেট কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ঘিরে চলমান সমালোচনার জবাব দিলেন বলিউড তারকা সুনীল শেট্টি। তিনি স্পষ্ট ভাষায় জানান, যারা আজ তাদের নিয়ে প্রশ্ন তুলছেন, তারা ভুলে গেছেন ভারতীয় ক্রিকেটে এই দুই তারকার অবদান।
সুনীল শেট্টি বলেন “রোহিত আর বিরাটকে নিয়ে যারা আজ নেতিবাচক মন্তব্য করছে, তাদের একবার অন্তত পেছনের দশ বছরটা দেখে নেওয়া উচিত। এই দুইজন একাধিকবার ভারতের গৌরব বাঁচিয়েছে।”
তিনি আরও যোগ করেন, “ট্রল করা সহজ, কিন্তু এমন বড় মঞ্চে নিয়মিত পারফর্ম করা সহজ নয়। যারা সমালোচনা করছেন, তারা হয়ত ক্রিকেট বোঝেন না, বা বোঝার চেষ্টা করেন না।”
এমকে/এসএন