এএফসি এশিয়ান কাপের মূল পর্বের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতকে আতিথেয়তা দেবে কাবরেরার দল। ঘরের মাঠের এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। এই ম্যাচের টিকিট পাওয়া যাবে ৯ নভেম্বর থেকে।
রোববার (২৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন।
তিনি জানান, বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৯ নভেম্বর দুপুর ২টা থেকে। অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে টিকিট কেনা যাবে।
এর আগে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হওয়া হোম ম্যাচে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ভারত ম্যাচেও টিকিটের জন্য সমর্থকদের ভীড় থাকবে বলে ধারণা করছেন বাফুফে কর্মকর্তারা।
ইকবাল হোসেন আরও জানান, আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। এর আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও মাঠে নামবে বাংলাদেশ।
গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। কলকাতাতে সেই ম্যাচটি ১-১ গোলে ড্র করে ফেরে লাল-সবুজের দল। সেই ম্যাচ দিয়েই দেশের জার্সিতে অভিষেক হয় হামজার।
এরপর বাংলাদেশের হয়ে আরও তিনটি ম্যাচে মাঠে নামেন এই প্রবাসী ফুটবলার। সবশেষ হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট ভাগ করেছে বাংলাদেশ। তাই আসন্ন ভারত ও সিঙ্গাপুর ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা।
ইএ/টিএ