বার্সেলোনার ১৮ বছর বয়সী তারকা লামিনে ইয়ামালের এল ক্লাসিকোর আগে করা সোশ্যাল মিডিয়ার মন্তব্যগুলো মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছে। রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়ার পর ইয়ামাল পুরো স্টেডিয়ামের রোষের মুখে পড়েন।
ইয়ামাল একটি লাইভ স্ট্রিমে মজা করে বলেছিলেন, রিয়াল মাদ্রিদ ‘চুরি করে’ এবং ‘অভিযোগ করে’, যা বার্নাব্যু দর্শকদের ক্ষুব্ধ করেছিল। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের অধিনায়ক দানি কার্ভাজালসহ কয়েকজন খেলোয়াড় ইয়ামালকে সাবধান করেন, যা ম্যাচের উত্তেজনা আরো বাড়িয়ে তোলে।
বার্সেলোনার সহকারী কোচ মার্কাস সর্গ বলেছেন, ‘সম্ভবত দর্শকের চিৎকার ও হুইসেল ইয়ামালের খেলায় প্রভাব ফেলেছে। তিনি এখনো শিখছেন কিভাবে এই চাপ সামলাতে হয়। সাধারণত তিনি মোটিভেটেড থাকেন, কিন্তু আজকের দিনটি সহজ ছিল না।’
ইয়ামাল ইতিমধ্যেই স্পেনের সঙ্গে ইউরো ২০২৪ জিতেছেন এবং বার্সেলোনার হয়ে ঘরোয়া ট্রেবল জিতেছেন।
এছাড়াও তিনি ব্যালন ডি’অরেও দ্বিতীয় স্থান হয়েছেন। তবে ক্লাসিকোর মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তার মন্তব্য বড় আকারে আলোচিত হয়েছে।
রিয়ালের জুড বেলিংহাম ইয়ামালকে ইঙ্গত করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সস্তা কথা’
অন্যদিকে বার্সার ফ্রেনকি ডি জং কার্ভাহালকে সমালোচনা করেছেন, বলেছেন, ‘যদি কার্ভাহাল লামিনের সঙ্গে কথা বলতে চায়, তিনি ব্যক্তিগতভাবে বলতে পারতেন। যদি মনে করেন এই ধরনের মন্তব্য ঠিক নয়, তিনি ফোন বা বার্তা দিয়ে বলতে পারতেন।
তারা তো স্পেন দলের সতীর্থ, একে অপরকে চেনে। মাঠে এইভাবে বড় দৃশ্য তৈরি করার কি প্রয়োজন?’
রিয়ালের অরেলিয়েন চোয়োমেনি বলেছেন ইয়ামালের মন্তব্য খুব একটা ক্ষোভের বিষয় নয়। তিনি বলেছেন, ‘এগুলো শুধু কথার কথা, কোনো খারাপ উদ্দেশ্য নেই। এটা আমাদের কিছুটা মোটিভেট করে, কিন্তু যদি ইয়ামাল কথা বলতে চায়, সমস্যা নেই। যখন আমি ছোট ছিলাম, বার্সা ও রিয়াল খেলোয়াড়দের মাঝে ম্যাচের আগে বাক্যালাপ দেখতে ভালো লাগত।
শেষ পর্যন্ত খেলা মাঠেই খেলা হয়।’
টিজে/টিকে