আমেরিকাজুড়ে ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত!

গতকার রবিবার আমেরিকাজুড়ে ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর কারণ, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বা কর্মীর অনুপস্থিতি। ফেডারেল সরকারের শাটডাউন ২৬তম দিনে পৌঁছেছে।

মার্কিন পরিবহন সচিব শন ডাফি বলেছেন, গত শনিবার ২২টি স্থানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমান পরিবহন (এফএএ) নিয়ন্ত্রণ কর্মীর ঘাটতির কারণে সমস্যার সম্মুখীন হয়েছে।

তিনি আরো বলেছেন, ঘাটতির কারণে আগামী দিনগুলোতে আরো ফ্লাইট বিলম্ব এবং বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের মতে, রবিবার রাত ১১টা (সোমবার ০৪০০ জিএমটি) পর্যন্ত ৮ হাজারের বেশি মার্কিন ফ্লাইট বিলম্বিত হয়েছে, যা শনিবার প্রায় ৫ হাজার ৩০০ থেকে বেশি। ১ অক্টোবর থেকে সরকারি শাটডাউন শুরু হওয়ার পর থেকে ফ্লাইট বিলম্বিত হচ্ছে।

ফ্লাইটঅ্যাওয়্যারের মতে, রবিবার সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ৪৫ শতাংশ বা ২ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে, যেখানে আমেরিকান এয়ারলাইন্সের প্রায় ১ হাজার ২০০ বা তাদের ফ্লাইটের এক তৃতীয়াংশ বিলম্বিত হয়েছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের ২৪ শতাংশ অর্থাৎ ৭৩৯টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ডেল্টা এয়ার লাইনসের ৬১০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
প্রায় ১৩ হাজার বিমান পরিবহন নিয়ন্ত্রন কর্মী এবং প্রায় ৫০ হাজার পরিবহন নিরাপত্তা প্রশাসন কর্মকর্তাকে শাটডাউনের সময় বেতন না দেওয়া সত্ত্বেও, কাজ করতে হচ্ছে। বিমান ভ্রমণে বিলম্ব এবং বাতিলের সংখ্যা বৃদ্ধির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। শাটডাউনের কারণে আমেরিকানদের জীবন কিভাবে কঠিন করে তুলছে তা দেখা হচ্ছে।
ফলে বাজেট অচলাবস্থা ভাঙতে আইন প্রণেতাদের ওপর চাপ সৃষ্টি হতে পারে।

মার্কিন পরিবহন সচিব শন ডাফি ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ প্রোগ্রামকে বলেছেন, শনিবার এফএএ-তে ২২টি ট্রিগার বা সংকেত দেখা গেছে, যা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রক স্বল্পতার ইঙ্গিত দিচ্ছিল। তিনি বলেন, ১ অক্টোবরের পর থেকে এটি সিস্টেমে দেখা সর্বোচ্চ সংখ্যা। ডাফি বলেন, ‘নিয়ন্ত্রন কর্মীরা মানসিক ও শারিরীকভাবে দুর্বল হয়ে পড়েছেন।’
এফএএ জানিয়েছে, রবিবার শিকাগোর ও'হেয়ার বিমানবন্দর, ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দর এবং নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মী ঘাটতির কারণে কাজ বিলম্ব হয়েছে।

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে আগে গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল, কিন্তু পরে তা প্রত্যাহার করা হয়েছিল।
ট্রাম্প প্রশাসন সতর্ক করে দিয়েছে, মঙ্গলবার কন্ট্রোলার বা কর্মীরা তাদের প্রথম পূর্ণ বেতন না পাওয়ায় ফ্লাইট ব্যাহত হবে। বেতন না পারার সম্ভাবনার মুখোমুখি কন্ট্রোলাররা আয়ের অন্যান্য উৎস খুঁজছেন বলেও ডাফি জানান।

এফএএ-তে প্রায় ৩ হাহার ৩০০ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার কর্মীর ঘাটতিতে রয়েছে এবং অনেকেই শাটডাউনের আগেও বাধ্যতামূলক ওভারটাইম এবং ছয় দিনের কাজ করছিলেন। ২০১৯ সালে, ৩৫ দিনের বন্ধের সময়, কর্মীরা বেতন না পাওয়ায় কন্ট্রোলার এবং টিএসএ অফিসারদের অনুপস্থিতির সংখ্যা বেড়ে যায়। ফলে কিছু বিমানবন্দর চেকপয়েন্টে অপেক্ষার সময় বৃদ্ধি পায়। কর্তৃপক্ষ নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে বিমান চলাচল কমাতে বাধ্য হয়।

ডাফি এবং অন্যান্য রিপাবলিকানরা সমালোচনা করে বলেছেন, তারা কোনো শর্ত ছাড়াই একটি পরিষ্কার স্বল্পমেয়াদী তহবিল বিলের বিরোধিতা করেছেন। অন্যদিকে বছরের শেষে মেয়াদ শেষ হওয়া স্বাস্থ্যসেবা ভর্তুকি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানানোর জন্য ডেমোক্র্যাটরা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের সমালোচনা করেছেন।

সূত্র : আরব নিউজ।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
২০২৬ সালের নভেম্বরে শুরু হচ্ছে ‘তুফান টু’-এর শুটিং Oct 27, 2025
img
একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩ Oct 27, 2025
img
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন জাকির নায়েক Oct 27, 2025
img
রামপুরার ঘটনায় হাবিবুরসহ পাঁচ আসামির বিরুদ্ধে ফের সাক্ষ্যগ্রহণ ৩ নভেম্বর Oct 27, 2025
img
বিএফভিপিইএ’র সভাপতি জাহাঙ্গীর হোসেনের ১৭ ব্যাংক হিসাব ফ্রিজ Oct 27, 2025
img
নাঈমুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Oct 27, 2025
img
এশিয়া সফরের অংশ হিসেবে জাপানে পৌঁছলেন ট্রাম্প Oct 27, 2025
img
৪৮তম বিসিএসে নিয়োগপ্রত্যাশী চিকিৎসকদের সড়ক অবরোধ Oct 27, 2025
img
ভারত সফরের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা Oct 27, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Oct 27, 2025
img
সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদারের পাঁচ ব্যাংক হিসাব জব্দ Oct 27, 2025
img
'বিতর্কিত উপদেষ্টা' নিয়ে জামায়াত-এনসিপির এত মিল কেন? প্রশ্ন জাহেদ উর রহমানের Oct 27, 2025
img
ইয়ামালের হাতে যাচ্ছে পিকে-শাকিরার পুরনো প্রাসাদ Oct 27, 2025
img
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে : জামায়াত আমির Oct 27, 2025
img
ড্যাফোডিলের হামলায় সিটি ইউনিভার্সিটিতে ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে : ভিসি লুৎফর রহমান Oct 27, 2025
img
শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব : সারজিস আলম Oct 27, 2025
img
উত্তরা ইপিজেডের ৪ কারখানা বন্ধ ঘোষণা Oct 27, 2025
img
সালমান শাহ হত্যাকাণ্ডের আসামিদের দেশত্যাগ রোধে হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা Oct 27, 2025
img
ডাকসুর পদবি ব্যবহার করে শিক্ষকদের ওপর মবতন্ত্র প্রয়োগ করা অনাকাঙ্ক্ষিত : নাছির Oct 27, 2025
img
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল Oct 27, 2025