মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ উইঙ্গার শুধু মাঠে নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও এখন সবচেয়ে আলোচিত নাম। স্প্যানিশ দৈনিক ‘এল পেইস’ জানিয়েছে, ইয়ামাল শিগগিরই কিনতে যাচ্ছেন একটি বিলাসবহুল বাড়ি। যেটি একসময় ছিল বার্সা কিংবদন্তি জেরার্ড পিকে এবং কলম্বিয়ান পপতারকা শাকিরার যৌথ আবাস।
২০১২ সালে নির্মিত এই বিশাল সম্পত্তি বার্সেলোনার একটি অভিজাত এলাকায় অবস্থিত। পুরো জায়গার আয়তন প্রায় ৩,৮০০ বর্গমিটার, যেখানে রয়েছে তিনটি বাড়ি, মূল ভবনসহ দুটি আলাদা আবাস। এ ছাড়া আছে ইনডোর ও আউটডোর সুইমিংপুল, টেনিস কোর্ট, জিমনেসিয়াম, একাধিক টেরেস, এমনকি একটি রেকর্ডিং স্টুডিওও!
পিকে ও শাকিরা ২০২২ সালে আলাদা হওয়ার পর এই বাড়িটি বিক্রির জন্য তোলা হয়। শুরুতে দাম ধরা হয়েছিল ১৪ মিলিয়ন ইউরো, তবে একাংশ বিক্রি হয়ে যাওয়ায় বর্তমানে বাকি দুইটি বাড়ির মূল্য দাঁড়িয়েছে প্রায় ১১ মিলিয়ন ইউরো।
ইয়ামাল এই দুই বাড়ি কিনতে আগ্রহী বলে জানা গেছে।
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, ইয়ামাল নিজের রুচি অনুযায়ী বাড়িটি সংস্কার করার জন্য অতিরিক্ত কয়েক মিলিয়ন ইউরো খরচের পরিকল্পনাও করেছেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এই তরুণ তারকা, তিনি আগেই মা, বাবা ও দাদির জন্য আলাদা বাড়ি কিনেছেন।
অর্থনৈতিকভাবে ইয়ামাল এখন ইউরোপের অন্যতম সচ্ছল তরুণ ফুটবলার।
বার্সেলোনার সঙ্গে তার নতুন ছয় বছরের চুক্তিতে বছরে ৩০ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন তিনি। সেই সঙ্গে বিজ্ঞাপন ও বাণিজ্যিক চুক্তি মিলিয়ে তার বার্ষিক আয় দাঁড়াতে পারে ৪৩ মিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের শীর্ষ দশ আয়ের ফুটবলারের তালিকায় জায়গা করে দেবে।
ব্যক্তিগত জীবনেও ইয়ামাল এখন আলোচনায়। আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোল-এর সঙ্গে তার প্রেমের খবর ছড়িয়েছে সম্প্রতি। ২৫ বছর বয়সী এই শিল্পী বলেছেন, ‘আমি খুব ভালোবাসি,’ যা অনেকের কাছে শাকিরা–পিকে যুগলের এক রোমাঞ্চকর প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
মজার বিষয় হলো, যদি নিকোল ইয়ামালের সঙ্গে ওই বাড়িতে ওঠেন, তবে সেটি হবে পিকে ও শাকিরার মতোই এক ‘ফুটবলার-মিউজিশিয়ান’ যুগল।
আইকে/টিএ