এক টাকার নিচে নেমে যাওয়া শেয়ার লেনদেনের ক্ষেত্রে চালু হচ্ছে নতুন নিয়ম

এক টাকার নিচে নেমে যাওয়া শেয়ার লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন নিয়মে, এক টাকার নিচে শেয়ারের সর্বনিম্ন মূল্য পরিবর্তন বা ‘টিক সাইজ’ নির্ধারণ করা হয়েছে এক পয়সা। আগামী বুধবার (২৯ অক্টোবর) থেকে এই নিয়ম কার্যকর হবে।

সোমবার (২৭ অক্টোবর) নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে নতুন এই নিয়ম চালুর কথা জানিয়েছে ডিএসই। এর আগে রোববার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বর্তমানে সব ধরনের ইক্যুইটি সিকিউরিটিজের টিক সাইজ ১০ পয়সা নির্ধারিত রয়েছে। সাম্প্রতিক পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) ও ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর শেয়ার ৯০ পয়সায় নেমে যায়। 

ফলে প্রতিষ্ঠান দুটির শেয়ার দাম বাড়া ও কমার পথ বন্ধ হয়ে যায়। কারণ ডিএসইর লেনদেনবিধি অনুযায়ী, শেয়ারের মূল্য পরিবর্তনের ধাপ বা টিক সাইজ ১০ পয়সা। অর্থাৎ কোনো শেয়ারের দাম একবারে ১০ পয়সার কমে ওঠানামা করতে পারে না।

অন্যদিকে, সার্কিট ব্রেকার বা দৈনিক দরবৃদ্ধি- দরপতনের সীমা রয়েছে ১০ শতাংশ। ৯০ পয়সা দামের শেয়ারে ১০ শতাংশ পরিবর্তন মানে ৯ পয়সা। কিন্তু টিক সাইজ যেহেতু ১০ পয়সা, তাই ৯ পয়সা বাড়া বা কমার সুযোগ নেই। ১০ পয়সা বাড়িয়ে শেয়ারদর ১ টাকা বা ১০ পয়সা কমিয়ে ৮০ পয়সা করা সম্ভব নয়- তাহলে সার্কিট লিমিট ভাঙবে, নিয়মের লঙ্ঘন হবে। ফলে এই দুই প্রতিষ্ঠানের শেয়ারের দাম না বাড়তে পারছে, না কমতে পারছে। লেনদেন কার্যত ‘ফ্রিজ’ হয়ে গেছে।

এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ডিএসই থেকে এক টাকার নিচে নেমে যাওয়া শেয়ার লেনদেনের ক্ষেত্রে টিক সাইজে পরিবর্তন আনা হলো।

ডিএসই কর্মকর্তারা জানান, বর্তমানে কয়েকটি ছোট ও মাঝারি কোম্পানির শেয়ারদর এক টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে এবং এরই মধ্যেই দুটি কোম্পানির দাম এক টাকার নিচে নেমে গেছে। পুরোনো ১০ পয়সা টিক সাইজের কারণে এই শেয়ারগুলো সার্কিট ব্রেকারের সীমায় আটকে ছিল, ফলে বাজারে স্বাভাবিকভাবে দরপতন বা উত্থান সম্ভব হচ্ছিল না।

এই পরিস্থিতি মোকাবিলায় ডিএসই অটোমেটেড ট্রেডিং রেগুলেশনস, ১৯৯৯-এর ১৮ নম্বর প্রবিধানের অধীনে নতুন এই নিয়ম কার্যকর করতে যাচ্ছে। নতুন ব্যবস্থায় বিনিয়োগকারীরা ১ টাকার নিচের শেয়ার এখন ৮৯, ৮৮, ৮৭, ৮৬, ৮৫ পয়সা এ ধরনের সূক্ষ্ম দামে অর্ডার দিতে পারবেন। এতে বাজারে ক্রয়-বিক্রয়ের ব্যবধান কমবে, তারল্য বাড়বে এবং লেনদেন ব্যয়ও কমে আসবে।

ডিএসই জানায়, এই পরিবর্তনের ফলে দামের সূক্ষ্ম পরিবর্তন সম্ভব হবে, মূল্য নির্ধারণ আরও বাজারবান্ধব হবে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে বাজার কাঠামো সামঞ্জস্যপূর্ণ হবে।


আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভাইস প্রেসিডেন্ট নয়, ৩য় বার প্রেসিডেন্ট প্রার্থিতার ইঙ্গিত ট্রাম্পের Oct 27, 2025
img
কিছু ব্যক্তির জন্য সরকারের ওপর আস্থার সংকট তৈরি হয়েছে: আমির খসরু Oct 27, 2025
img
‘বিগ বস’ মঞ্চে সালমানের মন্তব্যে নতুন বিতর্ক Oct 27, 2025
img
ফ্ল্যাট থেকে অভিনেতা সচিন চাঁদওয়াদের মরদেহ উদ্ধার Oct 27, 2025
img
সালমান এফ রহমানের নেতৃত্বে অর্থ আত্মসাৎ, আইওএফের ১২ জনের জামিন Oct 27, 2025
img
অন্তর্বর্তী সরকারকে যে কারণে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে বলছে বিএনপি Oct 27, 2025
img
'ডিপ ফেকের' শিকার চিরঞ্জীবী, আইনি পদক্ষেপ নিলেন অভিনেতা Oct 27, 2025
img
১০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ ৬৪, বিপাকে বাংলাদেশ Oct 27, 2025
img
নাফিসার অরবিটালস ইন্টারন্যাশনালসহ ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা Oct 27, 2025
img
কমনওয়েলথ প্রতিনিধিদলের সাথে বিএনপির বৈঠক Oct 27, 2025
img
চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সেবা Oct 27, 2025
img
শাকসু নির্বাচনের কমিশন ঘোষণা Oct 27, 2025
img
সাভারে সিটি ইউনিভার্সিটিতে আটক থাকা ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে হস্তান্তর Oct 27, 2025
img
নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচনের দিকে যেতে হবে : সারজিস Oct 27, 2025
img
ক্যামেরা বন্ধের ঘটনায় তর্কে জড়ালেন সারজিস Oct 27, 2025
img
থাইল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে হারল বাংলাদেশ Oct 27, 2025
img
রাজধানী থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার Oct 27, 2025
img
রাবিতে উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলো শিক্ষার্থীরা, শাটডাউন বহাল Oct 27, 2025
img
‘অভিযুক্ত যারা দেশে আছেন তারা যেন কেউ পালাতে না পারেন’ Oct 27, 2025
img
সম্পর্ক নয় সমাজ বদলাতেই ভাগাভাগি চান কোয়েল মল্লিক! Oct 27, 2025