ভারতের পুনের ফ্ল্যাট থেকে ‘জামতারা’ খ্যাত অভিনেতা শচীন চাঁদওয়াড়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ধুলের একটি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা আর বাঁচাতে পারেননি তাকে।
২৪ অক্টোবর রাত দেড়টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ২৫ বছর বয়সী এই তরুণ অভিনেতা। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি ও মারাঠি শিল্পীমহলে।
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘জামতারা ২’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। মারাঠি বিনোদন দুনিয়াতেও অল্প বয়সেই খ্যাচি অর্জন করতে পেরেছিলেন শচীন।
শুধু তা-ই নয়, অভিনয়ের পাশাপাশি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারও ছিলেন তিনি। পুনের একটি আইটি পার্কে কাজ করতেন। পরিবার বন্ধুদের কাছে হাসিখুশি মেজাজের বলেই পরিচিত ছিলেন অভিনেতা। তবু কেন আত্মহননের পথ বেছে নিতে হল শচীনকে? ভেবে পাচ্ছেন না ঘনিষ্ঠরা।
কেএন/এসএন