সুনামগঞ্জের ছাতকের আঞ্চলিক ভাষার জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান (৩৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৭ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
আলী ইনসান ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের বাসিন্দা এবং মৃত দুধু মিয়ার ছেলে।
সংস্কৃতিকর্মীরা জানান, তিনি নিজেই গান লিখতেন, সুর করতেন এবং কণ্ঠ দিতেন। আঞ্চলিক ভাষায় তাঁর গানগুলো ছাতক ও সিলেট অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ছিল— “আমার ময়না টিয়া, আগন মাসের ধান তুলিয়া করব তুমায় বিয়া”, “বিয়াইন চমকিয়া যাইবায়, আমরার ছাতক যেদিন তুমি বেড়াইতে আইবায়”, এবং “যে রোগে ধইরাছে আমায়, বাঁচার উপায় নাই”।
তাঁর গানে ফুটে উঠত লোকজ জীবন, মানবিক প্রেম আর মাটির গন্ধ।
শিল্পীর মৃত্যুর খবরে ভক্ত, সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।
শিল্পীর চাচাতো ভাই কামাল আহমেদ বলেন, ‘আলী ইনসান আঞ্চলিক ভাষায় গান লিখে, সুর করে ও গেয়ে সাধারণ মানুষকে আনন্দ দিতেন। তাঁর জনপ্রিয়তা ছিল অসাধারণ। তাঁর মৃত্যুতে আমরা এক অকৃত্রিম শিল্পীকে হারালাম।’
পারিবারিকভাবে তাঁর দাফনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আইকে/টিএ