বাংলা ছবি মানেই কেবল পর্দাজুড়ে উচ্চস্বরে সংলাপ, অ্যাকশন কিংবা চমকপ্রদ দৃশ্য নয়-এ কথা আবারও মনে করিয়ে দিলেন অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। এক বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন বাঙালি দর্শকের রুচি ও অনুভূতির বিষয়টি। তাঁর মতে, বাংলা ছবি চালাতে হলে আগে বাঙালির মন বুঝতে হবে।
শাশ্বতের কথায়, লাথি মেরে একের পর এক দরজা ভাঙার দৃশ্য হয়তো অন্য ভাষার ছবিতে হাততালি কুড়োয়, কিন্তু খুব কম বাঙালি দর্শকই এমন দৃশ্যে সিটি দেবেন। কারণ বাঙালি দর্শক মূলত আবেগে সাড়া দেন। তাঁদের কাছে ছবির আসল শক্তি লুকিয়ে থাকে অনুভূতির গভীরে পৌঁছনোর ক্ষমতায়। একটি দৃশ্য, একটি সংলাপ কিংবা চরিত্রের ভেতরের টানাপোড়েন-এই সবকিছু মিলেই বাঙালি দর্শকের মনে দাগ কাটে।
তিনি আরও বলেন, কোনো ছবি যদি দর্শকের অনুভূতিতে নাড়া দিতে না পারে, তবে সেটিকে ভালো ছবি বলা যায় না। শুধু বাহ্যিক চমক বা জোরালো উপস্থাপনা দিয়ে বাংলা ছবির আত্মা ধরা সম্ভব নয়। গল্প, চরিত্র ও আবেগের মেলবন্ধনই বাংলা সিনেমার আসল পরিচয়।
শাশ্বত চ্যাটার্জির এই বক্তব্য নতুন করে ভাবতে বাধ্য করছে বাংলা ছবির নির্মাতা ও কলাকুশলীদের। বাণিজ্যিক সাফল্যের দৌড়ে আবেগের জায়গা যেন হারিয়ে না যায়-এই সতর্কবার্তাই যেন তাঁর কথায় স্পষ্ট হয়ে উঠেছে।
কেএন/টিকে