চলতি বছরের শুরুতে ভার্চ্যুয়াল যুদ্ধে লিপ্ত হন শবনম বুবলী-পরী মণি। বুবলীর সঙ্গে সম্পর্ক অবনতির পর পরী মণিকে কাছে টেনে নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। পরীকে তিনি নিজের বোন বলেও সম্বোধন করেন। এর আগে অপুকে পরীর ছেলের জন্মদিনে দামী উপহার দিতেও দেখা গেছে। তবে নেটিজেনদের ধারণা, সাম্প্রতিক সময়ে অপু ও পরীর সম্পর্কের অবনতি হয়েছে।
গত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে হাজির হওয়া এবং সেখানে বক্তব্য দেওয়ার ঘটনায় অপুকে চরমভাবে কটাক্ষ করেছেন পরী মণি। অপুকে পল্টিবাজ ও সুবিধাবাদী বলে আখ্যায়িত করেন তিনি। কারণ, অপু বিশ্বাস বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি দুইবার দলটির মনোনয়নও চেয়েছিলেন, যদিও পাননি। ফলে বিএনপির অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে সামাজিকমাধ্যমে বিতর্ক শুরু হয়।
সেই সময় অনেকে ধরেই নেন যে, পরীর সঙ্গে অপুরে সম্পর্ক ভালো যাচ্ছে না। এমনকি পরীর ছেলের সবশেষ জন্মদিনেও দেখা যায়নি অপুকে। অনুরাগীদের মনে তাই প্রশ্ন উঁকি দিচ্ছে- তবে কি দুজনের সম্পর্ক তলানিতে ঠেকেছে?
এবার সেই কৌতূহলের জবাব দিয়েছেন অপু বিশ্বাস। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে জানতে চাইলে অপু বলেন, ‘সম্পর্কের কিছু নেই তো। সবাই আমার অনেক পছন্দের মানুষ। সে-ও (পরী মণি) আমার অনেক পছন্দের মানুষ। খুব সুইট একজন মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।’
প্রসঙ্গত, ঢালিউড কুইন অপু বিশ্বাস বর্তমানে ছেলেকে নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ফ্যাশন মডেলিং ও নিজের ব্যবসা-বাণিজ্য নিয়েও ব্যস্ত রয়েছেন। এদিকে, পরী মণিও দুই ছেলে-মেয়েকে নিয়ে ব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছেন। আগামী রোজার ঈদে তাঁর অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া শিগগিরই সামছুল হুদার পরিচালনায় ‘গোলাপ’ নামের একটি ছবির শুটিংয়ে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। যেখানে পরী মণির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়ক নিরব হোসাইন।
কেএন/এসএন