স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহর সাথে জড়িয়ে রয়েছে তার স্মৃতিবিজরিত রাজধানীর ‘ইস্কাটন প্লাজার’ ফ্ল্যাটটি। স্ত্রী সামিরা হককে নিয়ে নিয়ে এ ফ্ল্যাটেই ভাড়া থাকতেন অভিনেতা। জানেন কী, বিলাসবহুল ওই ফ্ল্যাটে থাকার জন্য মাস শেষে কত ভাড়া গুণতে হতো নায়ককে?
রাজধানীর ‘ইস্কাটন প্লাজার’ ফ্ল্যাটটি ছিল তৎকালীন সময়ে ঢাকার দ্বিতীয় সর্বোচ্চ মানের অ্যাপার্টমেন্টগুলোর একটি। নব্বই দশকে এ ফ্ল্যাটের ভাড়া ছিল ১৭ হাজার টাকা।
জানা যায়, নায়কের ‘ইস্কাটন প্লাজার’ ওই ফ্ল্যাটে ছিল দুইটি বেড রুম, একটি গেস্ট রুম, ড্রয়িং ও ডাইনিং রুম। এ ফ্ল্যাটের ভাড়া ছিল ১৪ হাজার টাকা। বিদ্যুৎ বিল ও অন্যান্যসহ সর্বমোট ১৭ হাজার টাকা ভাড়া ছিল ওই ফ্ল্যাটের। যা নব্বইয়ের দশকে রাজধানীর উচ্চবিত্ত শ্রেণির জন্যও ছিল ব্যয়সাপেক্ষ।
বিশ্বস্ত সূত্র জানায়, নব্বই দশকের ওই অ্যাপার্টমেন্টটি ছিল আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবং নিরাপত্তাবেষ্টিত। যোগাযোগ ব্যবস্থা ও অবস্থানগত দিক থেকে সে সময়ের অন্যতম প্রিমিয়াম বাসস্থান ছিল ফ্ল্যাটটি।
মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীকে নিয়ে সালমান শাহ ভাড়া ফ্ল্যাটটিতেই থাকতেন। এ ফ্ল্যাটেই জড়িয়ে রয়েছে নায়কের অসংখ্য স্মৃতি। তবে নায়কের মৃত্যুর পর সিলগালা করে দেয়া হয়েছিল ফ্ল্যাটটি।
বর্তমানে ফ্ল্যাটের মালিক সেখানে বসবাস করছেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ খ্যাত সালমান শাহ। তার মৃত্যুকে স্ত্রী সামিরা হক আত্মহত্যা দাবি করলেও নায়কের মা, বাবা ও পুরো পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
দীর্ঘ ২৯ বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যু রহস্য জানতে সম্প্রতি সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। এ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।
এমকে/এসএন