সালাহউদ্দিন স্যার আমার ব্যাটিংয়ে বেশি আত্মবিশ্বাস রাখে : তানজিম সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। শুরুর দিকের ব্যাটাররা ভালো করতে না পারলেও তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ বাংলাদেশের জয়ের জোর সম্ভাবনা তৈরি করেছিলেন। সপ্তম উইকেটে তারা দুজনে যোগ করেছিলেন ৪০ রান। তানজিম একাই খেলেছেন ২৭ বলে ৩৩ রানের ইনিংস। নাসুমও কার্যকরী ব্যাটিং করেছেন। ১৩ বলে ২০ রান এসেছে তার ব্যাট থেকে।

এরপরও ম্যাচ শেষ করতে না পারায় আক্ষেপ করছেন তানজিম। তিনি নিজের কাঁধেই দায় নিয়েছেন। তিনি এবং নাসুম আরেকটু গভীরে ম্যাচ নিয়ে যেতে পারলে জয়ের পথ সহজ হতো বলে বিশ্বাস তানজিমের। শেষ চার ৪ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৪৭ রান। টি–টোয়েন্টিতে এই সমীকরণ মেলানো যেকোনো দলের পক্ষেই সম্ভব। তবে সেই আশা শেষ করে দিয়ে গেছেন টপ অর্ডার ব্যাটাররাই।

বাংলাদেশ শুরুর দিকের চার উইকেট হারিয়েছিল স্রেফ ৪১ রানে। সেখান থেকে তাওহীদ হৃদয়, তানজিম ও নাসুম মিলে বাংলাদেশের ইনিংস টেনেছেন। তানজিমকে সাম্প্রতিক সময়ে অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তানজিম নিজেই জানিয়েছেন সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনই তাকে ব্যাটিংয়ের জন্য সবচেয়ে বেশি সাহস যোগান।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, 'ব্যাটিং সবসময় সালাউদ্দিন স্যার অনেক বেশি কনফিডেন্স রাখে আমার উপরে। উনি প্র্যাকটিসে অনেক বেশি ব্যাটিং করায় যেটা আমাকেও আত্মবিশ্বাস দেয়। আমি চেষ্টা করি এবং যারা টিম ম্যানেজমেন্টে যারাই আছে, একদম প্লেয়ার্স থেকে শুরু কোচেরা, সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিংয়ে পাঠায় যে তুমি রান করতে পারবা।'

তানজিমের ধারণা বাংলাদেশ পাওয়ার প্লেতেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে গেছে। ব্যাটাররা সেট হওয়ার আগেই উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। মিডল অর্ডার ব্যাটাররাও দায়িত্ব নিতে পারেননি গুরুত্বপূর্ণ সময়ে। তারা দায়িত্ব নিয়ে খেলতে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলে দাবি তানজিমের।

তিনি বলেন, 'আমাদের ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে পাওয়ার প্লেতেই। তারা যদি সেট হয়ে তারপর আউট হতো, তাহলে পরিস্থিতিটা ভিন্ন হতে পারত। কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যানই সেট হওয়ার আগেই আউট হয়ে গেছে। তবু আমি মনে করি, মিডল-অর্ডারের ব্যাটসম্যানরা আরও একটু দায়িত্ব নিতে পারত। যারা শুরুতেই আউট হয়ে গেছে, তারা যদি দায়িত্ব নিয়ে খেলা আরেকটু গভীরে নিয়ে যেতে পারত, তাহলে ম্যাচটা হয়তো ভিন্ন হতো।'

ব্যাটারদের ব্যর্থতা নিয়ে তানজিম আরও বলেন, 'তামিম যেরকম একটা শুরু পেয়েছিল, আসলে খুবই ভালো একটা শুরু। তার ব্যাটে প্রথমেই গিয়েই মিডল হয়ে যাচ্ছিল ব্যাটে। আর বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তো তাদের বিষয়ে আর বলার কিছু নাই। বাট মিডল অর্ডার নিয়ে অবশ্যই চিন্তার কারণ আছে। তারা যদি আরেকটু ডিপ করতো খেলাটা, ডিপ করার অপশন ছিল কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিল। চাইলেই এক এক করে করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম।'

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক Oct 28, 2025
img
তারেক রহমানের বক্তব্যে অশ্রুসিক্ত বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা Oct 28, 2025
img
ফরিদপুরে ৫ ছিনতাইকারী গ্রেফতার Oct 28, 2025
ঢাকা-১৯: বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় ডা. সালাউদ্দিন বাবু Oct 28, 2025
রাতের ঘটনার বর্ণনা দিচ্ছেন ড্যাফোডিলের শিক্ষার্থী Oct 28, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 28, 2025
লগি-বৈঠার স্মরণে আগামীকাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ Oct 28, 2025
পাকিস্তানি বাজারে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ, করাচি বন্দর ব্যবহারের অনুমোদন Oct 28, 2025
জমি বন্ধক রেখে রাকসু জিএস আম্মারের টাকা জোগাড় করেছিলেন মা! Oct 28, 2025
ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে, প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চায় জামায়াত Oct 28, 2025
img
শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, সাগর খুবই উত্তাল! Oct 28, 2025
নাসিরুদ্দিন শাহের সাক্ষাৎকারে নতুন বিতর্ক Oct 28, 2025
img
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে সিগারেট ও ট্যাক্স স্ট্যাম্প জব্দ, জরিমানা ২ লাখ টাকা Oct 28, 2025
img
থাইল্যান্ডের সাথে আমাদের তুলনা করা উচিত হবে না : বাটলার Oct 28, 2025
img
রংপুরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী Oct 28, 2025
img
নিজেদের প্রতিষ্ঠানে নারীদের কর্মঘণ্টা আগে কমানো উচিত জামায়াতের : ড. গালিব Oct 28, 2025
img
আমার পরিচয় আমার সিনেমা, সম্পর্ক নয় : রুক্মিণী মৈত্র Oct 28, 2025
img
ছয় মেরেও হিট আউট তাসকিন, বাংলাদেশের হার Oct 28, 2025
img
মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের স্ত্রী Oct 28, 2025
img
শুভশ্রীকে নিয়ে ১৪ বছরেও কিছু বলিনি, এটাই সম্মান : দেব Oct 28, 2025