আইসিইউ থেকে বের হলেন আইয়ার, এখন কেমন আছেন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক ক্যাচ ধরা-ই কাল হয়েছিল ভারতীয় তারকা শ্রেয়াস আইয়ারের। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পেছনের দিকে গিয়ে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরার সময় তিনি বাম দিকের পাঁজরে আঘাত পান।

তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়ার পর সিডনির হাসপাতালে নেওয়া হয় আইয়ারকে। অভ্যন্তরীণ রক্তক্ষরণের পর তার শারিরীক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে, দু’দিন আইসিইউতেও থাকতে হয়েছিল। মৃত্যুর মুখ থেকে ফেরা এই তারকার অবস্থার উন্নতি হয়েছে।

পুরোপুরি সুস্থ হতে সময় লাগলেও, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউ থেকে বের করা হয়েছে আইয়ারকে। তার সঙ্গে কথা হয়েছে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের। সতীর্থের শারিরীক অবস্থা জানিয়ে সূর্যকুমার বলছেন, ‘আমরা তার সঙ্গে কথা বলেছি। তার ইনজুরির কথা শোনার পরই কল দিয়েছিলাম, পরে বুঝতে পারি যে ফোনটি তার সঙ্গে নেই। পরে ফিজিও কমলেশ জেইনের সঙ্গে কথা বলে জানতে পারি তার অবস্থা স্থিতিশীল।’

আইয়ারকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা বলে জানিয়েছেন সূর্য, ‘প্রথমদিন তার অবস্থা কেমন ছিল আমি বেশি জানি না। কিন্তু এখন ভালো আছে। দু’দিন ধরে তার বিষয় জানতে পারছি এবং সে মেসেজের উত্তর দিচ্ছে।

এই অবস্থায় এসেছে মানে সে স্থিতিশীল আছে। তার সঙ্গে চিকিৎসকরা আছেন, এটা ভালো বিষয়। সবকিছু স্বাভাবিক আছে, তবে আরও কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ভালো বিষয় হচ্ছে– সে সরাসরি কথা বলতে পারছে।’

ওয়ানডে স্কোয়াডে অনিয়মিত সূর্যকুমার। ফলে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তিনি ভারতকে নেতৃত্ব দিতে নামলেও, ছিলেন না ওয়ানডেতে। সূর্য বলেন, ‘আমরা কেউ চিকিৎসক নই। যখন সে ক্যাচটি নিয়েছিল, বাইরে থেকে দেখে স্বাভাবিকই মনে হয়েছিল। কেবল তার সঙ্গে তখন মাঠে যারা ছিল তার ওই সময়কার ইনজুরির অবস্থা তারাই ভালো জানবে। যখন তারা ড্রেসিংরুমে গেল, তখনই বুঝতে পারল যে আরও বেশি সতর্কতা প্রয়োজন। তার অবস্থা দেখে বিশেষজ্ঞরা দ্রুত হাসপাতালে নিতে বলেন। অবশেষে সে স্বাভাবিকভাবে কথা বলছে।’


এমন অবস্থাতেও অবশ্য আইয়ারকে নিয়ে মজা করতে ছাড়লেন না সূর্য, ‘চিকিৎসক ও ফিজিওরা বলছেন তার এই ইনজুরি দুর্ভাগ্যজনক, অনেক দুর্লভ। শ্রেয়াস নিজেও একজন দুর্লভ প্রতিভা। ‍দুর্লভ প্রতিভার সঙ্গে দুর্লভ ঘটনাই ঘটেছে। কিন্তু ভালো বিষয় যে, সৃষ্টিকর্তা তার সঙ্গে আছে এবং সে ভালোভাবে সেরে ওঠার পথে। বিসিসিআই সার্বক্ষণিক তার পাশে আছে। তাকে আমরা একসঙ্গে দেশে নিয়ে যেতে চাই।’

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়েছিলেন আইয়ার। রোহিত শর্মার ১২১ এবং বিরাট কোহলির ৭৪ রানে ভর করে ওই ম্যাচে স্বাগতিকদের দেওয়া ২৩৭ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে পেরোয় ভারত। যদিও এর আগের দুই ম্যাচ হেরে শুভমান গিলের দল সিরিজ হাতছাড়া করেছিল। দুই দল এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে, আগামীকাল (বুধবার) ক্যানবেরায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমাতঙ্ক, চেন্নাইয়ে তোলপাড় Oct 29, 2025
img
ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ : সালাহউদ্দিন Oct 29, 2025
img
ফিক্সিং তদন্তে জড়িতদের বিষয়ে এখনই মুখ খুলছে না বিসিবি Oct 29, 2025
img

সালমান শাহ হত্যা মামলা

বর্তমান স্বামীকে দিয়ে গোপনে অগ্রিম জামিনের চেষ্টা সামিরার Oct 29, 2025
img
সুস্মিতার সাফল্যের নেপথ্যের অজানা প্রেম কাহিনি Oct 29, 2025
img
আফ্রিকার প্রথম নোবেল জয়ী সোয়িংকার ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের Oct 29, 2025
img
সচিবদের সঙ্গে ইসির সভা বৃহস্পতিবার Oct 29, 2025
img
পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার রিজওয়ানের Oct 29, 2025
img
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল Oct 29, 2025
img
ঋণের শর্ত যাচাইয়ে ঢাকায় আইএমএফ মিশনের বৈঠক শুরু আজ Oct 29, 2025
img
এখন বিএনপি যদি নতুন কথা বলে এটা তাদের দায়িত্ব: ডা. তাহের Oct 29, 2025
img
গণভোট নিয়ে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসটাই নেই : নিলোফার মনি Oct 29, 2025
img
নির্বাচন নাও হতে পারে, জুলাই সনদ সবার আগে হতে হবে: তাহের Oct 29, 2025
img
নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ Oct 29, 2025
img
ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়ন ছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর : রিজভী Oct 29, 2025
img
ভারত সিরিজ দিয়ে মাঠে ফিরছেন বাভুমা Oct 29, 2025
img
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা ভেনেজুয়েলার Oct 29, 2025
img
মেট্রোরেলের নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ Oct 29, 2025
img
বিজিএমইএ সভাপতির আকস্মিক সরকারবিরোধী অবস্থানে বিস্ময়ের কিছু নেই : উপ-প্রেস সচিব Oct 29, 2025
img

জকসু নির্বাচন

পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন Oct 29, 2025