ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়ন ছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির যাত্রা শুরু হয়েছিল। সেদিনের রক্তাক্ত তাণ্ডব গোটা জাতিকে স্তম্ভিত করেছিল, যা ছিল বাংলাদেশে ফ্যাসিবাদের প্রথম প্রকাশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘২৮ অক্টোবর প্রেক্ষিত: লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, সেদিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পদত্যাগের প্রক্রিয়ায় ছিলেন; কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সরকারের কথা শুনছিল না। প্রশাসন তখন পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে। এ সুযোগেই শেখ হাসিনা ও তার দল ৪ দলীয় জোটের কর্মীদের ওপর রক্তাক্ত হামলা চালায়। এটি ছিল ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়ন।

বিএনপির এই মুখপাত্র বলেন, ছাত্রদলের সভাপতি শাহাবুদ্দিন লালটুকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছিল, তা শেখ হাসিনার ফ্যাসিবাদী রাজনীতির ভয়াবহ দৃষ্টান্ত। ঠান্ডা মাথায়, নির্মম নিষ্ঠুরতায় একজন আহত মানুষকে ইট দিয়ে থেঁতলানো এবং লাশের ওপর উল্লাস করা -এমন নৃশংসতা বাংলাদেশ আগে কখনো দেখেনি।

রিজভী অভিযোগ করে বলেন, ২৮ অক্টোবরের হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত। শেখ হাসিনা তখন থেকেই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক আনুগত্যে সাজাতে শুরু করেন-যেভাবে হিটলার তার ‘আর্য রাষ্ট্র’ গড়েছিলেন। শেখ হাসিনা তার প্রশাসনেও একই কৌশল প্রয়োগ করেছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জাতিসংঘের মহাসচিবও ওই ঘটনার প্রতিবাদ করেছিলেন। কিন্তু শেখ হাসিনার সরকার তখন থেকেই গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিবাদী রাষ্ট্র নির্মাণের পথে হাঁটছিল। তার প্রশাসনের কর্মকর্তারা দলীয় আনুগত্যের বাইরে কেউ হলে স্থান পেত না।

ফ্যাসিবাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, হিটলারের মতো শেখ হাসিনাও রাষ্ট্রপূজার বয়ান দাঁড় করিয়েছেন -যেখানে ‘রাষ্ট্র’ মানেই আওয়ামী লীগ। যে এই রাষ্ট্রচিন্তার বাইরে যাবে, সে দেশদ্রোহী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব আরও বলেন, বাংলাদেশে গঠিত ফ্যাসিবাদ কেবল রাজনৈতিক নয়, এটি সামাজিক ও প্রশাসনিকভাবে প্রোথিত। শেখ হাসিনার সময় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারব্যবস্থা সবকিছু দলীয় আনুগত্যে পরিচালিত হয়েছে।

রিজভী ডাকসু নেতৃবৃন্দের উদ্যোগের প্রশংসা করে বলেন, ডাকসু যেভাবে আজ মুক্ত আলোচনা আয়োজন করছে, এটি বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের প্রতীক। বিশ্ববিদ্যালয়গুলো হতে হবে মুক্ত চিন্তা ও সত্য অনুসন্ধানের কেন্দ্র।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বয়ান সবসময় একটি ‘চেতনা’কে বিকৃত করে হাজির হয়। শেখ হাসিনার ‘চেতনা’ও তাই -যেখানে বিরোধী কণ্ঠ মানেই রাষ্ট্রবিরোধিতা। আমাদের তরুণদের এই বয়ানের বিপরীতে দাঁড়িয়ে সত্য ও স্বাধীনতার চর্চা করতে হবে।

রিজভী বলেন, আমরা যারা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে নিপীড়নের মধ্যে থেকেও গণতন্ত্রের জন্য লড়েছি, তাদের সংগ্রাম বৃথা যায়নি। আজকের তরুণ প্রজন্ম সেই গণতান্ত্রিক স্পিরিট পুনরুদ্ধার করছে -এটাই শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় জবাব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অভিনয়ের পাশাপাশি এবার নতুন গানে ফিরছেন নুসরাত ফারিয়া Oct 29, 2025
img
ঘূর্ণিঝড় মেলিসার দাপটে তছনছ জ্যামাইকা Oct 29, 2025
img
ভারতীয় সিনেমায় প্রভাসের সাথে অভিষেক হচ্ছে ডন লির Oct 29, 2025
img
এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্য দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে: নুরুল হক নুর Oct 29, 2025
img
আফগানিস্তান ও মিয়ানমারের সফর বাতিল, বাংলাদেশে নতুন প্রতিপক্ষ নেপাল Oct 29, 2025
img
সঠিক ব্যক্তিদের দিয়ে বিমা খাত পরিচালনা হচ্ছে না: আইডিআরএ চেয়ারম্যান Oct 29, 2025
img
ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ Oct 29, 2025
img
‘রামায়ণ’ ছবির জন্য অর্থের চিন্তা ছাড়াই অভিনয় বিবেকের Oct 29, 2025
img
নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি ততই বাড়বে: মির্জা ফখরুল Oct 29, 2025
img

রয়টার্সের সাক্ষাৎকারে শেখ হাসিনা

তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন Oct 29, 2025
img
আসিফ নজরুলদের উপর জনগণের আস্থা নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী Oct 29, 2025
img
বিয়ের পরপরই মক্কা সফরে সংগীত পরিচালক Oct 29, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফের আপিল শুনানি ২ নভেম্বর Oct 29, 2025
img
ইংলিশদের ১২ বছর পর হারাল ব্ল্যাক ক্যাপসরা Oct 29, 2025
img
এবার ছাত্রীর পোশাক নিয়ে ইবি শিক্ষকের কটূক্তি, শিক্ষকের অডিও ভাইরাল Oct 29, 2025
img
কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি Oct 29, 2025
img
১৩ টুর্নামেন্টেও শিরোপাহীন, খালি হাতে ফিরছেন রোনালদো Oct 29, 2025
img
পচা ইলিশে সয়লাব চাঁদপুর মাছঘাট, ভোক্তা অধিদপ্তরের অভিযান Oct 29, 2025
img
বাংলাদেশ-চীন সম্পর্ক কী হবে, তৃতীয় কেউ ঠিক করবে না : ইয়াও ওয়েন Oct 29, 2025
img
‘মথ’ ডালে রঙ মিশ্রিত করে মুগ ডাল হিসেবে বিক্রি, সতর্ক করল মন্ত্রণালয় Oct 29, 2025