বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিবেককে ‘রামায়ণ’ ছবিতে বিভীষণের চরিত্রে দেখা যাবে। অনুরাগীরা এই ছবির অপেক্ষায়। এরই মাঝে শোনা যাচ্ছে, ছবির সম্পূর্ণ পারিশ্রমিক নাকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিবেক।সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় এই বিষয়ে মুখ খোলেন।
তিনি বলেন, ‘আমি নমিতকে (প্রযোজক নমিত মলহোত্র) বলেছিলাম এই ছবির জন্য এক টাকাও লাগবে না আমার। সেই টাকা আমি ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য দান করতে চাই।’
অভিনেতার ভাষ্যে, ‘তারা যে ছবিটা করছে সেটা আমার দারুণ লেগেছে তাই আমি তাদের পাশে থাকতে চাই। আমি মনে করি এই ছবিটা ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে আরও উঁচুতে স্থান করে দেবে।’
তার কথায়, ‘রামায়ণ পৌরাণিক না ঐতিহাসিক এই দ্বন্দ্ব চিরকালীন। আমরা বিশ্বাস করি যে এই কাহিনি ঐতিহাসিক এবং আমার এই কাজটা করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। একটা নতুন দলের সঙ্গে কাজ করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। নমিত, নীতেশ, যশ, রকুলপ্রীত সিং সকলেই দারুণ।’
প্রসঙ্গত, ‘রামায়ণ’ ছবির প্রথম দফার সম্পাদনা ইতিমধ্যেই শেষ হয়েছে। ভিএফএক্সের প্রতি এবার বিশেষ নজরদারি শুরু হবে বলেও খবর। ছবিতে রাম হিসাবে দেখা যাবে রণবীর কপূরকে, সীতা হিসাবে রয়েছেন সাই পল্লবী। অন্য দিকে, রাবণের চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা যশ।
আরপি/এসএন