জুলাই সনদে স্বাক্ষর না করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাতানো খেলা কি না, এমন প্রশ্ন রেখেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান। জাতীয় ঐকমত্য কমিশন যখন এনসিপির সব কথা শিরোধার্য করে জুলাই সনদ বাস্তবায়নের পথনির্দেশ করেছেন তখন এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মনে করেন তিনি।
আজ বুধবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘ঐকমত্য কমিশন যে সুপারিশ সাবমিট করেছে, তার মধ্যে এটা স্পষ্ট জুলাই সনদ সরকার জারি করবে। এটা ধরে নিতে আমরা পারি যে এটা প্রধান উপদেষ্টা জারি করবেন তার সিগনেচারে এটা হবে এবং নোট অব ডিসেন্ট ছাড়াই।’
তিনি আরো বলেন, ‘আমি বহুবারই বলেছি, এনসিপির সংখ্যাগত দিক থেকে কেমন সে বিবেচনা করে লাভ নেই, এটা আসলে খুব ছোট দল। কোনো সন্দেহ নেই, কিন্তু যেহেতু এখানে আমাদের গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের একটা অংশ আছে। আমাদের পরিচিতদের একটা অংশ এখানে আছে সেই কারণে দলটাকে গুরুত্ব দেওয়া উচিত।
জাহেদ উর রহমান আরো বলেন, ‘ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ করেছে, এটি দৃশ্যত এনসিপির যে সাজেশন, সেটা মেনে তাদের স্বাক্ষর করানোর জন্য নেওয়া। এটা একটা পাতানো খেলা হতে পারে। আমার ধারণা, একটা খেলা জমিয়ে তোলার মোটামুটি চেষ্টা হচ্ছে।’
এসএস/টিএ