সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেছেন, সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের আয়োজন করতে পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। এ বিষয়ে একই সঙ্গে অবিলম্বে আদেশ জারি করারও পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন, কিছুক্ষণ আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়েছে। আজকের মধ্যে রাজনৈতিক দল— যারা এই প্রক্রিয়ার সঙ্গে যু্ক্ত ছিলেন, তাদের অবহিত করব।
আলী রীয়াজ বলেছেন, সরকার কিভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, সেই সুপারিশ আমরা দিয়েছি। সুপারিশের কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে, কোনগুলো আদেশের (অর্ডারের) মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, সেটি আমরা আলাদা করে দিয়েছি। সুপারিশমালায় সংবিধান সংক্রান্ত ৪৮টি পরামর্শ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইউটি/টিএ