চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসর। ঘরোয়া টুর্নামেন্টটির প্রথম রাউন্ডের খেলা চলাকালীন সময়ে একাধিক ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছেন। স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ। এর পরপরই দেশের ঘরোয়া ক্রিকেটে স্বাস্থ্য সেবার বিষয়টি সামনে আসছে। নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেটারদের স্বাস্থ্য সেবাকে আরও গুরুত্ব দিতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
যদিও ঢাকার বাইরে সাধারণত মাঠের কাছাকাছি ভালো কোনো মেডিকেল নেই যা কিছুটা চিন্তায় ফেলছে বিসিবিকে। এ নিয়ে বোর্ড সভাপতির কাছে লিখিতভাবে চিঠি দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান মঞ্জুরুল আলম বর্তমানে রয়েছেন চট্টগ্রামে। দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানালেন স্বাস্থ্য সেবা নিয়ে সবশেষ নিজেদের পরিকল্পনার কথা।
মঞ্জুর বলছিলেন, 'ঢাকার বাইরে আমাদের কিন্তু লোকজন তেমন নেই। তবে আমরা নতুন করে এ বিষয়টা নিয়ে পরিকল্পনা করতে যাচ্ছি। আমরা তো ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাচ্ছি। সে কারণে ঢাকার বাইরে যে সব জায়গায় ঘরোয়া ক্রিকেট হয় সেসব স্থানে মেডিকেল সুবিধাগুলো নিশ্চিত করতে চাচ্ছি।'
ঢাকার বাইরে আমাদের তেমন লোকজন নেই। তবে আমরা নতুন করে এ বিষয়টা নিয়ে পরিকল্পনা করতে যাচ্ছি। আমরা তো ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাচ্ছি। সে কারণে ঢাকার বাইরে যে সব জায়গায় ঘরোয়া ক্রিকেট হয় সেসব স্থানে মেডিকেল সুবিধাগুলো নিশ্চিত করতে চাই।
তিনি আরও যোগ করেন, 'অন্যগুলো কি হয় না হয় তার থেকে স্বাস্থ্য সেবা এটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, শুরুটা করতে চাই। যখন খেলা হয় তখন অ্যাম্বুলেন্স এবং ডাক্তার কিন্তু উপস্থিত থাকে। তবে ঢাকার বাইরে যে সব জায়গায় খেলা হয় সব জায়গায় কিন্তু আসলে ভালো হাসপাতাল সুবিধা সেভাবে পাওয়া যায় না। তো সেটা নিশ্চিত করার চেষ্টা করছি।'
খেলার ভেন্যু দেওয়ার আগে স্বাস্থ্য সেবার বিষয়টি নিশ্চিত করতে চায় বিসিবি। মঞ্জুরুল আলম বলেন, 'আমরা এখন পরিকল্পনা অনুযায়ী সবকিছু সাজানোর চেষ্টা করছি। যেখানে খেলা দিব সেখানে আগে সুযোগ-সুবিধা নিশ্চিত করব। মেডিকেলের আমার বিভাগ এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করব, স্বাস্থ্য সবার আগে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা নিয়ে।'
শুধু ক্রিকেটার নয় সাপোর্ট স্টাফসহ সাংবাদিকরাও পাবেন সুবিধা, 'এটা শুধু খেলোয়াড়ের জন্য না সাপোর্ট স্টাফ থেকে শুরু করে কোচিং সংশ্লিষ্ট যারাই উপস্থিত থাকবেন সবার জন্য। আপনারা যারা সাংবাদিক রয়েছেন সবার জন্য এই সেবা প্রযোজ্য থাকবে। আপনারা আমাদের একটা পার্ট (অংশ) আমরা ওভাবে চেষ্টা করছি।'
আরপি/এসএন